ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‍‍`টিম ম্যানেজমেন্ট বড় অন্যায় করছে ইমরুলের সাথে‍‍`


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৪:৫৭ পিএম আপডেট: জুন ২২, ২০১৭, ১০:৫৭ এএম
‍‍`টিম ম্যানেজমেন্ট বড় অন্যায় করছে ইমরুলের সাথে‍‍`

সাম্প্রতিক সময়ে মোটেও হাসছে না বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের ব্যাট। গত বছর তো প্রায় পুরোটা সময়ই বিবর্ণ ছিলেন।  এ বছরও শুরুর দিকে খুব ভালো কিছু করতে পারেননি।  তারপরও টিম ম্যানেজম্যান্টের আস্থায় ছিলেন সৌম্য। 

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জোড়া অর্ধশতকে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সৌম্য।  কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির মত বড় আসরে কিছুই করতে পারেননি তিনি।  চার ম্যাচে ৮.৫০ গড়ে মাত্র ৩৪ রান করেছেন।  তার শেষ কয়েকটি ইনিংস ৮৭, ০, ১৯, ২, ২৮, ৩, ৩ এবং ০, যা বলে দেয় সময়টা একদমই ভালো যাচ্ছে না সৌম্যের।

সৌম্য সরকার ব্যর্থতার ঘেরাটোপে বন্দি থাকার পরও, তাকে বারবার সুযোগ করে দিতে গিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট বড় অন্যায় করছে ইমরুল কায়েসের সাথে।  এমনটাই মনে করেন সাবেক জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

‘সৌম্য বারবার একই ভুল করছে।  সেটা মেনে নেয়া ঠিক হচ্ছে না।  এতে ইমরুল কায়েসের সাথে অন্যায় করা হচ্ছে।  আমার মনে হচ্ছে, সৌম্যর সমস্যাটা টেকনিক্যাল,’ বলেন সালাউদ্দিন। 

তবে বাংলাদেশ দলের নির্বাচকরা যে এখনই আস্থা হারাচ্ছেন না সৌম্যের ওপর থেকে, তা কয়েকদিন আগে প্রধান কোচ মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্য থেকেই পরিষ্কার।  তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আগামী সিরিজগুলোতেও হয়ত দেখা যাবে সৌম্যকে।  কিন্তু সেই সিরিজ দুটিতেও যদি তেমন কিছু করে দেখাতে না পারেন, তাহলে দীর্ঘ সময়ের জন্য তাকে জাতীয় দলের বাইরে চলে যেতে হতে পারে। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ