ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ রান তুলতেই আউট হলেন মুশফিক-মুমিনুল-মাহমুদউল্লাহসহ ৪ জন


গো নিউজ২৪ | স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৭:৫৮ পিএম
৯ রান তুলতেই আউট হলেন মুশফিক-মুমিনুল-মাহমুদউল্লাহসহ ৪ জন

২১১ রানে ছিল সফরকারী বাংলাদেশের ২ উইকেট। কিন্তু স্কোর বোর্ডে ৯ রান যুক্ত করতে টাইগাররা হারায় আরো ৪ উইকেট। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২২০ রানে ৬ উইকেট। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে। ইনিংসের ৪৭.৩ বলে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২১১ রান। এক বল পরেই বিদায় নেয় মুমিনুল। তার পরের বলেই স্কোর বোর্ড এবং নিজের ব্যাক্তিগত খাতায় কোন রান যোগ করার আগেই সাজ ঘরে ফিরেন মাহমুদউল্লাহ্ রিয়াদ। 

মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল সিরিজের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়া ম্যাচটি। টস জিতে বাংলাদেশের হয়ে শুরুতে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। 

এদিন শুরু থেকেই সাধারণ ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন তামিম-সৌম্য। কিন্তু ইনিংসের ৪.২ ওভারের সময় হঠাৎ অবসরে যান তামিম। মাঠ ছাড়ার সময় তার ব্যক্তিগত রান ছিল ১৩ বলে ৫ রান।  এই ৫ রানে একটি চারের মারও ছিল। এরপর মাঠে নামেন ইমরুল কায়েস। নেমেই সঙ্গী সৌম্যের সঙ্গে দারুণভাবে লড়েন তিনি।  কিন্তু দলীয় ৮৪ রানের মাথায় উইকেট হারিয়ে বসেন ইমরুল। 

ইমরুলে বিদায়ের পর মুমিনুলের সঙ্গে ৮ রানের জুটে বেঁধে সাজ ঘরে ফিরেন সৌম্য। মাত্র ৭ রানের জন্য মিস করেন অর্ধশতক। ব্যক্তিগত ৪৩ রানে তাকে ফেরান মিগায়েল প্রিটোরিয়াস।

মধ্যাহ্ন বিরতির পর মুমিনুলের সঙ্গী হয়েছে টাইগার দলপতি মুশফিকুর রহিম। দুই জনে গড়েছে ১০২ রানের জুটি। তুলে নিয়েছে অর্ধশতক। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৫০ ওভারে ৬  উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ২২০ রান। ক্রিজে আছেন সাব্বির (৪) ও মেহেদী (০)।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ