ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করলো বাংলাদেশ


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৭:২৩ এএম
৬৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করলো বাংলাদেশ

ক্রাইস্টচার্চের আবহাওয়ার পূর্বাভাস ছিল ম্যাচে টানা পাঁচ দিন বৃষ্টি হবে। এই বৃষ্টির বাধায় দ্বিতীয় দিনের শেষ দিকে ১৯ ওভার খেলা হয়নি। আর তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। তবে আশার কথা চতুর্থ দিনে খেলা শুরু হয়েছে।

নিউজিল্যান্ড তিন উইকেট হাতে রেখে ২৬০ রান নিয়ে ব্যাট করতে নেমে সতর্কভাবেই শুরু করেছিল। শেষ পর্যন্ত তাঁরা ২০.৪ ওভারে ৯৪ রান যোগ করেছে। ৯২.৪ ওভারে তাদের প্রথম ইনংস শেষ হয়েছে ৩৫৪ রানে।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৮৯ রান করে। তাই প্রথম ইনিংসে স্বাগতিকরা ৬৫ রানের লিড নিয়েছে।

সোমবার চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান, টিম সাউদিকে ব্যক্তিগত ১৭ রানে ফিরিয়ে। শট এক্সট্রা কাভারে ক্যাচটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। অবশ্য এই মিরাজ দিনের তৃতীয় ওভারের কামরুল ইসলাম রাব্বির বলে স্লিপে সাউদিরই একটা সাহজ ক্যাচ ফেলে দিয়েছেন। পরে বাকি দুটি উইকেটের একটি নিয়েছেন মিরাজ, অন্যটি রানআউট হয়েছে।

সাকিব ৫০ রানে চার উইকেট তুলে নেন। মিরাজ ও রাব্বি দুটি করে এবং একটি উইকেট পান তাসকিন।

হেনরি নিকোলাস দলকে এই বড় সংগ্রহ গড়ে মূল ভূমিকা রাখেন। অল্পের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ তিনি। মিরাজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে তিনি করেন ১৪৯ বলে ৯৮ রান। যাতে চারের মার ছিল ১২টি। এছাড়া টেইলর ৭৭ ও ল্যাথাম ৬৮ রান করেন।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ