ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬০ পরিবারের মানবেতর জীবনযাপন


গো নিউজ২৪ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০১:৫৭ পিএম আপডেট: ডিসেম্বর ১১, ২০১৭, ০৭:৫৭ এএম
৬০ পরিবারের মানবেতর জীবনযাপন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জুই আবাসন প্রকল্পে ৬০ পরিবারে  প্রায় ৩ শতাধিক আবালবৃদ্ধ বনিতা  বিশুদ্ধ খাবার পানি, টয়লেট না থাকায় এবং ঘরগুলো বিনষ্ট হওয়ার কারনে দীর্ঘ বছর যাবৎ মানবেতর জীবন যাপন করছে।
 
পরিবেশগত কারনে বিভিন্ন রোগে সব সময় প্রকল্পের বাসিন্দারা আক্রান্ত হচ্ছে। উপজেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা মোশারেফ হোসন জানান, আমি নিজে প্রকল্পটি পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে টিউবওয়েল স্থাপন, টয়লেট নির্মান, সহ ঘর মেরামতের প্রস্তাব বারবার  পাঠালেও প্রকল্প পরিচালক তা নাকচ করে দিয়ে বলেন, আমরা ঘর নির্মান করে দিয়েছি ,বসবাসকারীরা মেরামত করে নিবে।

সরজমিনে গেলে আবাসন প্রকল্পের সভাপতি আ: রব জানান, ২০০৭-০৮ অর্থ বছরে আবাসন প্রকল্পটি নির্মান করে ভুমিহীন ৬০ পরিবারকে আশ্রয় দেয়া হয়। ৬ ব্যারাকে ৪ টি টিউবওয়েল ৪টি টয়লেট নির্মানাধীন ছিল। ১/২ বছরের মাথায় টিউবওয়েলগুলো নষ্ঠ হয়ে গেলে  বিশুদ্ধ পানির অভাবে সামনের খালের পানি ফুটিয়ে পান করতেছি। 

কামাল জানান, ব্যারাক থেকে প্রায় ১কিলোমিটার কাচাঁ রাস্তা বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন নৌকায় করে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী যাতায়াত করে।

রত্তন, বিবি কহিনুর, জান্নাত বেগম, ফজিলত বেগম, ফেরদাউস বেগম, নুর নাহার, হালিমা জানান, বর্ষাকালে ঘরের মধ্যে পলিথিনের ছাউনি দিয়ে থাকতে হয় এবং শীতেও কুয়াশার কারনে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। 

বসবাসের অযোগ্য হওয়ার কারনে আলাউদ্দিন, সোহাগ, ইউসুফ,খোকন, কামাল, মিজান, শহিদ, আবুবক্কর অন্যত্র চলে গেলেও বর্তমান বাসিন্দারা নিরুপায়  হয়ে বসবাস করছে।

জয়নাল জানান, আবাসন প্রকল্প থেকে কাছাকাছি কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ছোট ছোট শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারপরও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রাথমিকে ৪০ জন, হাইস্কুলে ১০ জন, কলেজে ৮ লেখাপড়া করছে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়