ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪৯ রানে অলআউট’ লজ্জা ভোলাতে পারবেন কি কোহলিরা?


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৭:৪৬ পিএম
৪৯ রানে অলআউট’ লজ্জা ভোলাতে পারবেন কি কোহলিরা?

আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে বর্তমান চ্যম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।

এদিকে সাত ম্যাচের চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে সাত ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

মজার ব্যাপার হলো, রবিবারের ইডেনে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও গম্ভীরের কলকাতার কাছে ৪৯ রানে অলআউট হয়ে বেশ চাপে কোহলিরা।  ক্রিস গেল, বিরাট কোহালি, এ বি ডিভিলিয়ার্সের মতো তিন বাঘা হার্ডহিটার দলে থাকা সত্ত্বেও বিপর্যয় ঘটে বেঙ্গালুর শিবিরে। তা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই।  

তবে আজকের একমাত্র ম্যাচে ওয়ার্নারদের বিপক্ষে সেই ৪৯ রানের লজ্জা কি সমর্থকদের ভোলাতে পারবে কোহলিরা? সেটাই এখন দেখার বিষয়। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ সময় পর্যন্ত। 

দুই দলের (সম্ভাব্য) একাদশ-

সানরাইজার্স হায়দরাবাদ (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, নামান ওঝা (উইকেটরক্ষক), টি সুমন, আশিষ রেড্ডি, মইসেস হেনরিকস, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও আশীষ নেহরা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:  ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং, স্টুয়ার্ট বিনি, স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে, এস অরবিন্দ,  জুভেন্দ্র চাহাল। 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ