ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৩ কোটি টাকার টেন্ডারে অংশ নেয়নি ঠিকাদাররা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৫:০৫ পিএম আপডেট: নভেম্বর ১৮, ২০১৭, ১১:০৫ এএম
৪৩ কোটি টাকার টেন্ডারে অংশ নেয়নি ঠিকাদাররা

যশোর: এলজিইডির দরপত্রে নির্মাণ সামগ্রীর মূল্য বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানিয়েছেন যশোরের ঠিকাদাররা। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন। তাদের দাবি এলজিইডির দরপত্রে নির্মাণ সামগ্রীর যে দাম রাখা হয়েছে বাজারে সে দামে উপকরণ মিলছে না। এজন্য চলতি অর্থ বছরে যশোরে ৫১টি গ্রুপের প্রায় ৪৩ কোটি টাকার টেন্ডারে অংশ নেয়নি ঠিকাদাররা। 

এলজিইডি তালিকাভুক্ত ঠিকাদারদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মীর জহুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, এলজিইডি ২০১৭-১৮ অর্থ বছরে দরপত্রের নির্মাণ সামগ্রীর যে মূল্য নির্ধারণ করেছে, তা গত অর্থবছরের তুলনায় ৫ থেকে ৭ শতাংশ কম। সরকারের অন্যান্য বিভাগ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি করলেও এলজিইডি কমিয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, এলজিইডি নির্ধারিত মূল্য বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।  এক বর্গফুট (এসএফটি) পাথরের মূল্য ১৩৪ টাকা নির্ধারণ করা হলেও বাজার দর ১৭৭ টাকা। এক পিচ ইটের দাম ৮টাকা নির্ধারণ করা হলেও বাজার দর ৯ টাকা। এক ড্রাম বিটুমিনের দাম ৭ হাজার ৫শ টাকা নির্ধারণ করা হলেও বাজার দর ৮ হাজার ৩শ টাকা। এছাড়াও কার্পেটিং কাজে এক বর্গফুট মূল্য গত বছরের তুলনায় একশ টাকা কম। সব রকমের নির্মাণ সামগ্রীর মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। এজন্য চলতি অর্থ বছরে জনগুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের ৫১টি গ্রুপের প্রায় ৪৩ কোটি টাকার দরপত্রে ঠিকাদাররা অংশ নেয়নি বলে দাবি করা হয়। গত ৮ ও ১৬ নভেম্বর দুই দফায় দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদাররা অংশ নেয়নি। নির্মাণ সামগ্রীর দাম পুনর্নির্ধারণ না হলে ঠিকাদাররা দরপত্র বর্জন করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর জহুরুল ইসলাম জানান, ইটভাটা মালিকদের সিন্ডেকেট রয়েছে। এই সিন্ডিকেট ইচ্ছা মতো ইটের দাম বৃদ্ধি করছে। এতে ঠিকাদাররা বিপাকে পড়ছে। ইটের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, রেজাউল হক বিন্দু, আবু সাঈদ, মনিরুজ্জামান তপন, বাদল বিশ্বাস, আলী হায়দার মিলন, জিয়াউল ইসলাম, সাঈদুজ্জামান, শুভংকর বিশ্বাস, জামসেদ খান চঞ্চল, আকবর হোসেন, ইকবাল আহমেদ রবি, হুমায়ন কবীর, আব্দুর রাজ্জাক, আবদুর রহিম, আসাদুজ্জামান, আনিসুর দেওয়ান, মুকুল হোসেন, বিপ্লব সিংহ মুক্তি, ওলিয়ার রহমান, ফারুক হোসেন প্রমুখ।

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা