ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৪১ বছর বয়সেও চিরযৌবনা এই মেয়েটি! কিন্তু কিভাবে?


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০১৭, ১১:৫৪ এএম
৪১ বছর বয়সেও চিরযৌবনা এই মেয়েটি! কিন্তু কিভাবে?

ছবি দেখে নিশ্চয়ই মনে করছেন এই তরুণীর বয়স খুব বেশি হলে ২১... তাই না? তাহলে জেনে রাখুন,  Lure Hsu এখন তাইওয়ানিজ ইন্টেরিয়র ডিজাইনার এবং এই ভদ্রমহিলার বয়স ২১ নয়, ৩১-ও নয়... বরং ৪১! 

হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। একদম টিন এজারদের মতন দেখতে এই তরুণীর বয়স গুনে গুনে ৪১ টি বছর। অবিশ্বাস্য হলেও সত্যি যে  Lure Hsu-র ক্ষেত্রে সময় যেন থমকে গিয়েছে। কিন্তু কীভাবে করলেন তিনি অসম্ভবকে সম্ভব? Lure Hsu-র এই চিরতরুণ রূপের রহস্য কী? চলুন, জেনে আসি তাঁর মুখ থেকেই... 

হ্যাঁ, চিরযৌবন ধরে রাখতে জেনেটিক্সের একটা ভূমিকা তো আছেই। একই সাথে আপনার নিজেকেও করতে হবে অনেকটা পরিশ্রম। সম্প্রতি  Lure Hsu ফ্রাইডে ম্যাগাজিনকে একটি সাক্ষাতকারে জানিয়েছেন নিজের স্কিন কেয়ার সিক্রেটগুলো। তিনি মনে করেন এটা অনেক বড় ভূমিকা রাখে যৌবন ধরে রাখতে।

ইন্সটাগ্রাম তারকা Lure Hsu বলেন, "ত্বককে যথেষ্ট পরিমার ময়েশ্চারাইজ করতে হবে, হাইড্রেটেড থাকতে হবে এবং রোদ থেকে থাকতে হবে খুব সাবধান। কারণ অতিরিক্ত রোদের সংস্পর্শ ত্বককে শুষ্ক করে তোলে, দ্রুত বলিরেখা ও কালো ছোপ দেখা দেয় চেহারায়- যা কেবলই বয়স বাড়ার প্রক্রিয়া তরান্বিত করে।" 

অন্যদিকে খাবারও অনেক বড় একটা ভূমিকা রাখে তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে।  Lure Hsu প্রচুর পানি পান করেন, এছাড়াও পান করেণ ব্যাক কফি। চিনি ও তেলযুক্ত খাবার একদম বাদ দিয়ে তাঁর খাদ্য তালিকায় থাকে তাজা ফল ও সবজি। একইসাথে উচ্চমাত্রার আঁশ ও প্রোটিনযুক্ত খাবার থাকে তাঁর খাদ্যতালিকায়, পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করতেও ভুল হয় না মোটেই। ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থাও করে থাকেন তিনি। তিনি মনে করেন সূর্য থেকে সুরক্ষা ও একটা স্বাস্থ্যকর লাইফ স্টাইলই তারুণ্যের দীপ্তি ধরে রাখার জন্য যথেষ্ট।

 

গো নিউজ২৪/এএইচ
 

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!