ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হরিণের মাংস!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১০:১১ এএম
৪শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হরিণের মাংস!

ঢাকা: সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলায় অবাধে নানা কৌশলে চলে হরিণ শিকার। আর এসব হরিণের মাংস প্রতিনিয়ত আশপাশের এলাকাগুলোতে আগাম অর্ডারের মাধ্যমে প্রতি কেজি ৪শ’ টাকা দরে বিক্রি হয়।

এলাকাবাসীর অভিযোগ, শিকারীরা বনবিভাগের স্থানীয় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে কিংবা তাদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এরপর তারা বনের ভেতর লম্বা ফাঁদ পেতে রাখেন। এতে সহজেই হরিণ শিকার করেন তারা এবং শিকার হওয়া হরিণ লোকালয়ে নিয়ে আসেন।

পরে অগ্রিম অর্ডার নেয়া বিভিন্ন এলাকার লোকজনের কাছে প্রতি কেজি মাংস ৪শ টাকায় বিক্রি করেন তারা। তবে মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে হরিণের মাংস ও চামড়াসহ এসব শিকারী চক্রের দুই একজন সদস্য ধরা পড়লেও থেমে নেই হরিণ শিকার।  

তারা আরও জানান, স্থানীয় বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি এ সকল শিকারী চক্রের কাছ থেকে হরিণের মাংসসহ আর্থিক সুবিধা গ্রহণ করায় হরিণ নিধনের প্রবণতা বেড়েই চলছে।  

এ বিষয়ে পশ্চিম বনবিভাগের নলিয়ান রেঞ্জের এসিএফ মো. সোয়েব আলী জানান, এখানে প্রভাবশালী একটি চক্র এ হরিণ শিকারের সাথে জড়িত। তারপরও তাদের অভিযান অব্যাহত রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


গোনিউজ২৪/কেএইচ

 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?