ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৬ বছরের রেকর্ড ভাঙলেন অশ্বিন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ১২:৪৭ পিএম
৩৬ বছরের রেকর্ড ভাঙলেন অশ্বিন

রেকর্ড গড়ার মঞ্চটা প্রস্তুতই ছিল রবীচন্দ্রন অশ্বিনের। অপেক্ষা ছিল শুধু প্রথম একাদশে জায়গা পাওয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই অশ্বিন ভেঙে দিয়েছেন ৩৬ বছরের পুরোনো রেকর্ড। যেটা তিন যুগ ধরে ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলির দখলে।

৫০টি টেস্ট খেলার পর সবচেয়ে বেশি, ২৬২টি উইকেট শিকারের রেকর্ডটি এত দিন ছিল লিলির দখলে। সেই রেকর্ডই এবার ভেঙে দিয়েছেন অশ্বিন। ভারতের এই অফস্পিনার নিজের ৫০তম টেস্ট শুরু করেছেন ২৭৫টি উইকেট নিয়ে। লিলির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ৫০ টেস্টে তাঁর সংগ্রহ ছিল ২৬০ উইকেট।

এ বছরের শুরুতেই দ্রুততম সময়ে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অশ্বিন। এখানেও তিনি পেছনে ফেলেছিলেন লিলিকে। মাত্র ৪৫টি ম্যাচ খেলে আড়াইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা এই স্পিনার। এবার দ্রুততম সময়ে ৩০০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলতে যাচ্ছেন অশ্বিন। এখানেও এখন তাঁর সামনে আছেন লিলি।

৫৬টি টেস্ট খেলে ৩০০ উইকেট শিকার করেছিলেন লিলি। আর অশ্বিন সেই মাইলফলক থেকে মাত্র ২৫ উইকেট দূরে আছেন। পরবর্তী পাঁচটি ম্যাচে এই ২৫ উইকেট নিতে পারলেই আরেকটি রেকর্ডে লিলিকে ছাড়িয়ে যেতে পারবেন অশ্বিন।

টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অশ্বিনের নাম এখন আছে পঞ্চম স্থানে। তাঁর আগে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মাত্র চারজন ভারতীয় বোলার—জহির খান (৩১১), হরভজন সিং (৪১৭), কপিল দেব (৪৩৪) ও অনিল কুম্বলে (৬১৯)।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ