ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৩ তলা থেকে পড়া শিশুকে ধরে ফেলল দমকলকর্মী! (ভিডিও)


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৭, ০৭:০৮ পিএম
৩ তলা থেকে পড়া শিশুকে ধরে ফেলল দমকলকর্মী! (ভিডিও)

নিরুপায় এক পিতা আগুন থেকে নিজের বাচ্চাকে বাঁচাতে তার শিশু সন্তানটিকে তিনতলার জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দিলেন। তারপরেও সম্পূর্নভাবে অক্ষতই ছিল সেই শিশুটি। কারণ একজন দক্ষ দমকল কর্মী বাচ্চাটিকে দ্রুত লুফে নিয়ে শিশুটির জীবন বাঁচাতে সক্ষম হন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দেকাল্ব কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শী কলমিস্ত্রি ল্যারি কার্টার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। যে ভবনে আগুন লেগেছিল তার পাশের একটি ভবনে কাজ করছিলেন তিনি। তার নেওয়া সেই ফুটেজে শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ধরা পড়েছে। আগুন ওই অ্যাপার্টমেন্ট ভবনটির তিনতলাকে গ্রাস করতে উদ্যত হলে এ ঘটনাটি ঘটে।

আগুন নেভানোর চেষ্টারত দমকল কর্মী রবার্ট সুটন ওই জানালার নিচেই ছিলেন। পড়ান্ত শিশুটিকে অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি লুফে নেন। পরে ওই শিশুর বাবাকেও ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয়।   

ফক্স ফাইভ চ্যানেলকে ঘটনার বিষয়ে সুটন বলেন, “ছোট একটি শিশু। যখন তার বাবা ‘সাহায্য কর’ বলে চিৎকার করছিল আমি শুনতে পাই, তাকিয়ে দেখি তিনি শিশুটিকে হাতে নিয়ে জানালার বাইরে ঝুলে আছেন। তখনই আমি অ্যাকশনে যাই। ”
এ বিষয়ে নিজের কৃতিত্ব অস্বীকার করে এজন্য তাদের প্রশিক্ষণকে কৃতিত্ব দিয়েছেন তিনি। বলেছেন, “আমি যা করেছি অন্যান্য দমকল কর্মীরাও এক্ষেত্রে তাই করতেন।”

ভিডিওটি দেখুন:

গোনিউজ২৪/এম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী