ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

৩ ঘণ্টার বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১১:২৯ এএম
৩ ঘণ্টার বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

ঢাকা: টানা তিনঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়কের এক পাশ, শ্যামলী থেকে শুক্রাবাদ মোড়, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, খিলক্ষেত ও মতিঝিলসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। 

এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর নিম্নাঞ্চলে অবস্থিত বাসাবাড়িগুলোর মধ্যে পানি ঢুকে পড়েছে। পানি নিষ্কাষণ ব্যবস্থা ভালো না হওয়ায় এমনটা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এদিকে বৃষ্টির কারণে রাস্তা তলিয়ে যাওয়ায় গাড়ি চলাচল স্বাভাবিক নেই। ছোট বড় গর্তে গাড়ি, রিকশার চাকা পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে রাজধানীতে চরম যানজটের সৃষ্টি হয়েছে।

জুনায়েত নামে এক সিএনজি চালক জানান, পানির মধ্যে গাড়ি চালালে সাইলেন্সসারে পানি ঢুকে স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে গাড়ি এই পানি আর কাদার মধ্যে ঠেলে ঠেলে মেরামতের জন্য নিয়ে যেতে হয়। 

জেসমিন নামে এক কলেজছাত্রী জানান, এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি।

নাহিদ নামে এক অফিসগামী যাত্রী জানান, সকাল ৮টা বাজে অফিস শুরু। এখন সাড়ে ৮টা বাজে। বাস পাচ্ছি না। সিএনজি যে ভাড়া চায় তা দিয়ে যাওয়া সম্ভব না।   

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি কমতে পারে।

তিনি আরও জানান, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

গো নিউজ২৪/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়