ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৩ সহকারী অ্যাটর্নিকে অব্যাহতি দিয়ে ২৭ জনকে নতুন নিয়োগ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুন ১২, ২০১৭, ০৭:২২ পিএম
২৩ সহকারী অ্যাটর্নিকে অব্যাহতি দিয়ে ২৭ জনকে নতুন নিয়োগ

সুপ্রিম কোর্টের ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে নতুন ২৭ জনকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ মোতাবেক আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং অব্যাহতি প্রদান ও নিয়োগের এ সিদ্ধান্ত নেয়।

সোমবার সলিসিটর (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় বলে আইনমন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন ছকে বর্ণিত সহকারী অ্যাটর্নি জেনারেলগণের নিয়োগাদেশ বাতিলক্রমে বর্তমান পদ হতে তাদের অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি পাওয়া ২৩ জন হলেন সাধন কুমার বনিক, দেলোয়ারা বেগম বেলা, ইয়াদিয়া জামান, মোছা. আনোয়ারা খানম, বিলকিছ ফাতেমা, মতিউর রহমান হাওলাদার, আব্দুল বারী, নুরুল হক, মনোয়ার হোসেন, আব্দুর রহমান হাওলাদার, বাহাউদ্দিন আহাম্মেদ, তৌহিদা খাতুন (রিনা), আবু সালেহ মোহাম্মদ ফজলে রাব্বী খান, মোহাম্মদ জাবের, মোজাম্মেল হক রানা, খন্দকার মোদাররেস এলাহী (তিরু), মিয়া সিরাজুল ইসলাম, এস এম আসাদুল্লাহ তারেক, শহীদুল ইসলাম খান, এ বি এম মাহবুব, মামুনুর রশিদ, সোয়েব খান এবং নওয়াজিশ আরা বেগম।

অপর প্রজ্ঞাপনে জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৭ জন নিয়োগ পেয়েছেন।

তারা হলেন-সৈয়দা সাবিনা আহম্মেদ (মলি), আফিফা বেগম, আনিচ-উল মাওয়া আরজু, সাইরা ফাইরজ, হেলেনা বেগম (চায়না), মোহাম্মদ আসাদুজ্জামান, লাকী বেগম, মোহাম্মদ শফিকুজ্জামান, মিজানুর রহমান খান, মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বশির হোসেন চৌধুরী, নুসরাত জাহান, আবুল কালাম খান (দাউদ), সন্ধ্যা ঘোষ, নাসিম ইসলাম, মজিবুর রহমান, আশরাফ উদ্দিন খান, মেহেদী হাসান, নিরমল কুমার দাস, জাহির আহম্মেদ, সাথী শাহাজাহান, জাকির হোসেন, আইরিন জাহান, প্রহলাদ দেবনাথ, আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, আশিক রুবাইয়াত এবং নাজিমুল ইসলাম (রাজু)।

উল্লেখ্য, আইন কর্মকর্তা হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেলরা সরকারের পক্ষে মামলা পরিচালনা করে থাকেন।

 

গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড