ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২৩ ডিসেম্বর ঢাকা কলেজ-৯৪ ব্যাচের ‘পারিবারিক মিলন মেলা’


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৬, ০৩:১৯ পিএম
২৩ ডিসেম্বর ঢাকা কলেজ-৯৪ ব্যাচের ‘পারিবারিক মিলন মেলা’

 

ঢাকা কলেজের এইচএসসি ১৯৯৪ ব্যাচের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর, শুক্রবার। সারাদিন ব্যাপী এই পারিবারিক মিলন মেলায় অংশ নেবে ১৯৯৪ ব্যাচের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের অধিকাংশ সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

এবারের পারিবারিক মিলন মেলার ভেন্যু হিসাবে নির্বাচন করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত নূহাশ পল্লীকে। এই ব্যাচের শিক্ষার্থীরা এর আগে গত ২২ এপ্রিল, ২০১৬ তে দীর্ঘ বাইশ বছর পর একটি পুনর্মিলনীর মাধ্যমে সকলে একত্রিত হয়। এরপর তারা বেশ কয়েকটি সফল অনুষ্ঠান সম্পন্ন করে। এরমধ্যে পদ্মার পাড়ে ইলিশ উৎসব, ঈদ পুনর্মিলনী, ইফতার ও সেহরি অনুষ্ঠান ইত্যাদি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করতে যাচ্ছে পারিবারিক মিলন মেলার।   

এই পারিবারিক মিলন মেলার ব্যাপারে এর আয়োজকদের একজন রাহাত হোসেন বলেন, ‘আমরা ঢাকা কলেজ এইচএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা প্রায় ২২ বছর পর একত্রিত হয়েছি। আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও পরিবারের সদস্যদের সাথে কারো তেমন একটা পরিচয় নেই। তাই আগামী ২৩ ডিসেম্বর আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বৃহৎ পরিসরে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। এর মাধ্যমে প্রত্যেকের পরিবারের সদস্যরাও এই ব্যাচের কার্য্যক্রমের সাথে সংযুক্ত হতে যাচ্ছে।‘

এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের ব্যাপারে আয়োজকদের আরেকজন জাবেদ হাসান স্বাধীন জানান, ‘ঢাকা কলেজ ৯৪ ব্যাচের একটি বৃহৎ অংশকে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে আমরা ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্য্যক্রম শুরু করেছি। এই রেজিস্ট্রশন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ঢাকা কলেজ ৯৪ ব্যাচের ফেসবুক পেজে রেজিস্ট্রেশন ফরমসহ যাবতীয় তথ্য দেয়া হয়েছে।‘

এই পারিবারিক মিলন মেলা সফলভাবে করার ব্যাপারে এর আয়োজকরা বেশ কয়েকটি কমিটি চূরান্ত করেছেন। তারা আহবান করেছেন এই ব্যাচের সকল শিক্ষার্থীকে তাদের পরিবারসহ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। তারা রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত সদস্যদের সাথে যোগাযোগ করারও আহবান জানান।

আজাদ (০১৮১৫৫৫৩৮২৮), লোকমান (০১৭১৭১৭৮৪৬৫), মানিক (০১৯৫৫৫০২১৩৩), রাহাত (০১৭৩১০০৬৪৫৫), জাবেদ (০১৭১২২২২২৪৪), তানভীর (০১৯১১৩২১১৩৪), ওবায়দুল্লাহ সাদী (০১৮১৬১৯২৯০৪), মোহাম্মদ উল্লাহ (০১৭৬৯৬৯০০২৪), বোরহান (০১৭১২১৬৩৫৫৫), গোলাম মাহমুদ (০১৮১৮০৮৮২৬৪) প্রমুখ। এছাড়াও আগ্রহীরা সরাসরি কাটাবনস্থিত ওয়েস্টার্ন কলেজে ক্যাম্পাসে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন।

একই সাথে এই ব্যাচের শিক্ষার্থীরা একটি স্যুভেনির প্রকাশ করতে যাচ্ছেন। প্রকাশিতব্য স্যুভেনিরে নিজ নিজ বর্তমান তথ্য ও লেখা পাঠানোর জন্য অতিসত্বর শিমুল (০১৭১১১৪০৯০৫), আতাউর (০১৭৪৮৯১৮৮৩৩), মিজান (০১৭১১৫৯৬১৪৭) এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

গো-নিউজ২৪/বিএস     

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল