ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৩ বলে ৫২ রানের ব্যাটিং তাণ্ডবে গেইলদের বিপক্ষে জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ০৪:৪৮ পিএম আপডেট: আগস্ট ২৪, ২০১৭, ১০:৪৮ এএম
১৩ বলে ৫২ রানের ব্যাটিং তাণ্ডবে গেইলদের বিপক্ষে জয়

দলের প্রয়োজন ছিল ১৭ বলে ৫২ রান। তবে ড্যারেন ব্রাভো ও ব্রেন্ডন ম্যাককালাম ১৩ বলেই ৫২ রান তুলে পৌঁছে যান জয়ের বন্দরে।  আর সে সঙ্গে জয় হয়ত্রিনবাগো নাইট রাইডার্স!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে বুধবার ক্রিস গেইলের সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো।

ওয়ার্নার পার্কে বুধবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৮.২ ওভারে উঠেছে ২৫০ রান! দেখা গেছে ছক্কা বৃষ্টি। গেইল, ম্যাককালাম, এভিন লুইসের মতো বিস্ফোরক ব্যাটসম্যানদের ছাপিয়ে নায়ক ড্যারেন ব্রাভো।

টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্রাভো যখন ক্রিজে আসানে তখন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য পেয়েছে দল- ৬ ওভারে ৮৬। ৩.১ ওভারে ২ উইকেটে ৩৪ রান করা ত্রিনবাগোর তখনও প্রয়োজন ১৭ বলে ৫২ রান।

মুখোমুখি হওয়া প্রথম তিন বলে স্যামুয়েল বদ্রিকে টানা তিনটি ছক্কা হাঁকান ব্রাভো। অন্য প্রান্তে ম্যাককালামও চড়াও হলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ত্রিনবাগো।

১০ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা ব্রাভো। মিডল অর্ডার ব্যাটসম্যানের টর্নেডো ইনিংসটি গড়া ৬টি ছক্কায়। ১৪ বলে ৫টি চার আর তিনটি ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম।

বারবার বৃষ্টির বাধায় পড়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১৬২ রান করে সেন্ট কিটস ও নেভিস।

অধিনায়ক গেইল খেলেন ৪৭ বলে করেন ৯৩ রান। তার বিধ্বংসী ইনিংসটি সাজানো ৫টি চার আর ৮টি ছক্কায়। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লুইস ১৪ বলে খেলেন ৩৯ রানের ঝড়ো ইনিংস।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ