ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১১৫ বলে অপরাজিত ১৭১


গো নিউজ২৪ প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০২:৩৮ পিএম আপডেট: জুলাই ২১, ২০১৭, ১২:৪৭ পিএম
১১৫ বলে  অপরাজিত ১৭১

এর আগের ম্যাচগুলোতে তেমন ভালো করতে পারেননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেবল একটা ৬০ রানের ইনিংস খেলেছিলেন। হারমানপ্রিত কৌর আজ ‘বড়’ ম্যাচে জ্বলে উঠলেন, খেললেন ১১৫ বলে অপরাজিত ১৭১ রানের অসাধারণ এক ইনিংস। হারমানপ্রিতের এই ঝোড়ো ইনিংসে মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হারমানপ্রিত যখন উইকেটে এসেছিলেন, ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে ভারত। তৃতীয় উইকেটে অধিনায়ক মিতালি রাজের সঙ্গে ৬৬ রানের জুটিতে সেই চাপ সামাল দেন হারমানপ্রিত। মিতালি ৩৬ করে ফিরলে ভাঙে এ জুটি। 

তারপর চতুর্থ উইকেটে দীপ্তি শর্মার (২৫) সঙ্গে ১৩৭ ও পঞ্চম উইকেটে কৃষ্ণমূর্তির (১৬*) সঙ্গে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে ভারতকে বড় পুঁজি এনে দেন হারমানপ্রিত। শেষ দিকে অস্ট্রেলিয়ার বোলারদের চোখের জল নাকের জল এক করে ছাড়েন ২৮ বছর বয়সি এই ব্যাটার।

হারমানপ্রিত ফিফটি করেছিলেন ৬৪ বলে, পরের পঞ্চাশ করতে লেগেছে ২৬ বল। আর ১০০ থেকে ১৫০-এ পৌঁছেছেন মাত্র ১৭ বলে!

১১৫ বলে ২০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১৭১ রানের ইনিংসটি সাজান হারমানপ্রিত। মেয়েদের ওয়ানডেতে এটি পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, আর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের হয়ে সর্বোচ্চ ১৮৮ রান দীপ্তি শর্মার, গত মে মাসে পচেফ্স্ট্রুমে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪২ ওভারে ২৮১/৪ (হারমানপ্রিত ১৭১*, মিতালি ৩৬, দীপ্তি ২৫)।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ