ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১ বছর ধরে ভুয়া মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন ইউপি সদস্য


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১২:০১ পিএম
১ বছর ধরে ভুয়া মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন ইউপি সদস্য

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউপির সংরক্ষিত নারী (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য হাসিনা বেগমের বিরুদ্ধে ভুয়া মাতৃত্বকালীন ভাতা ভোগের অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বোকা বানিয়ে তিনি গত এক বছর যাবত মাতৃত্বকালীন ভাতা ভোগ করছেন। এতে একজন অসহায় নারী এই ভাতা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া এই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

হাসিনা বেগম ওই ইউনিয়নের বালিথুবা গ্রামের প্রবাসী স্বামী হারুন অর রশিদের স্ত্রী।  তার ২ সন্তানের মধ্যে ছোট ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র।  হারুন ২০১৫ সালে বিদেশে যাওয়ার পর এখন পর্যন্ত দেশে আসেননি।

এদিকে হাসিনা বেগমের ভাতার আবেদনে সুপারিশ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদ ও প্রত্যয়নপত্র দিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক মনিকা।  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে হাসিনা বেগমের আবেদন পত্রে দেখা যায় গর্ভধারণের তারিখ ২৫/১২/২০১৬ উল্লেখ করা হয়েছে।  ইতোমধ্যে তিনি এক বছরের ভাতা (জুলাই’১৬ থেকে জুন’১৭ পর্যন্ত) উত্তোলন করেছেন।  এই নিয়ে এলাকাবাসীর মধ্যে রসালো আলোচনা ও বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যাচ্ছে।

ইউপি সদস্য হাসিনার বাড়িতে গিয়ে তার বড় ছেলে হাসানের (৫ম শ্রেণির ছাত্র) সাথে কথা বললে সে জানায়, তার বাবা হারুন অর রশিদ প্রায় ৩ বছর যাবত বিদেশে থাকে।  ছোটভাই হোসেন প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ছে।

এ বিষয়ে হাসিনা বেগমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর মনিকা বলেন, ‘ইউপি চেয়ারম্যান সুপারিশ করে আমাকে কাগজ পাঠালে আমি তাতে স্বাক্ষর দেই।  আমার পাশের বাড়ির হাসিনার নামে যে এই দরখাস্ত তা জানি না।  একজন মেম্বার হয়ে নিজে এই ধরনের কাজ করতে পারেন তা ভাবতেই পারি না। ‘

ইউপি সচিব শহিদ পাটওয়ারী বলেন, ‘ওয়ার্ড মেম্বার ও স্বাস্থ্যকর্মীর প্রতিবেদনের ওপর আমরা চেয়ারম্যানের সুপারিশের জন্য উপস্থাপন করি। ‘ তিনি আরও বলেন, ‘আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানার পর নারী মেম্বার হাসিনাকে ভুল তথ্য দিয়ে উত্তোলনকৃত টাকা ফেরত দেয়ার জন্য বলেছি।’

ইউপি চেয়ারম্যান এইচএম হারুন অর রশিদ বলেন, ‘ইউপি সচিব কাগজ-পত্র যাচাই-বাছাই করলে আমি সুপারিশ করে দেই।’

ফরিদগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা বেগম জানান, ‘আবেদন পত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সুপারিশের মাধ্যমে আমরা এই বইগুলো বিতরণ করি।’

গোনিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা