ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হ্যাটট্রিক করেই মেসি স্টাইল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৬:৪৮ পিএম আপডেট: অক্টোবর ১৬, ২০১৭, ১২:৫৪ পিএম
হ্যাটট্রিক করেই মেসি স্টাইল

আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।  সিরি ‘আ’তে মিলান ডার্বিতে ম্যাচে এসি মিলানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন এই তারকা। খেলাটা দারুণ হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় ইন্টার। 

প্রথমার্ধে এগিয়ে ছিল নেরাজ্জুরিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মিলান। স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দেজ সুসো বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন। 

৬৩ মিনিটে দারুণ অ্যাক্রোবেটিক গোলে ইন্টারকে এগিয়ে দেন ইকার্দি। কিন্তু জিয়াকোমো বোনাভেঞ্চুরার গোলে আবারও সমতা ফেরায় মিলান। যদিও সেই গোলে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচের অবদানও কম নয়।

ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ইন্টার। শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইন্টার অধিনায়ক, ম্যাচ জিতে নেন ৩-২ ব্যবধানে। ম্যাচের স্মারক হিসেবে ম্যাচ বলটা নিজের কাছেই রেখেছেন ইকার্দি।

এদিকে হ্যাটট্রিক করেই স্বদেশি মেসির মতো করে উদ্‌যাপন করেন ইকার্দি। জার্সি খুলে গ্যালারির দিকে তুলে ধরেন।

ম্যাচ শেষে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘ডার্বি ম্যাচে তিনটি গোল করতে পারা বিশেষ কিছু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ইন্টার জিতেছে।’

এখনই স্কুডেট্টো জেতার ব্যাপারে কথা বলার সময় আসেনি বলে মনে করেন তিনি। এই জয়ে নাপোলির পেছনে থেকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ইন্টার মিলান। লাজিওর বিপক্ষে হেরে ইন্টারের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। 

আর শেষ চার ম্যাচের তিনটিতে হেরে তালিকার ১০ নম্বরে নেমেছে এসি মিলান।

গো নিউজ২৪/এবি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ