ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোয়াটস অ্যাপে স্ত্রীকে তিন তালাক!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০২:৫৩ পিএম আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ০৮:৫৩ এএম
হোয়াটস অ্যাপে স্ত্রীকে তিন তালাক!

সৌদি আরব থেকে হোয়াটস অ্যাপে পাঠানো একটি ভিডিও মেসেজ মারফত নিজের স্ত্রীকে তালাক দিলেন ভারতের হায়দরাবাদের এক যুবক।  বাবর ইব্রাহিম নামের ওই তরুণীর সঙ্গে মুদাস্‌সির আহমেদ খান নামের অভিযুক্ত তরুণের বিয়ে হয় ২০১৬-র ফেব্রুয়ারি মাসে। বাবর নিজে এমবিএ পাশ করেছেন, আর ম‌ুদাসসির এক জন সফটওয়্যার প্রোগ্রাম অ্যানালিস্ট। 

গত ১৮ এপ্রিল অভিযোগকারিণী স্ত্রী পুলিশের কাছে তালাকের বিষয়টি নিয়ে অভিযোগ করেন। বাবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের পরে মাত্র ২০ দিন মুদাসসির তাঁর সঙ্গে কাটিয়েছিলেন। তার পর কর্মসূত্রে সৌদি আরবের রিয়াধে চলে যান তিনি।

বাবর জানিয়েছেন, ফোনে স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। কিন্তু গত সেপ্টেম্বর মাসে আচমকাই এক দিন হোয়াটস অ্যাপে একটি ভিডিওবার্তা পান তিনি তাঁর স্বামীর কাছ থেকে। সেই ভিডিও মেসেজেই তিন বার ‘তালাক’ উচ্চারণ করে মুদাসসির জানিয়ে দেন, বাবরকে তিনি ডিভোর্স দিচ্ছেন। এর পর বাবর মুদাসসিরের বাবা-মা-র সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত দুর্বব্যহার করেন বাবরের সঙ্গে। মুদাসসিরের বাবা নাকি তাঁকে বাড়িতেও ঢুকতে দেননি। 

বাবরকে তাঁর শ্বশুরমশাই বলেন, ‘আমার ছেলে তোমাকে ডিভোর্স দিয়েছে। বিয়েটা ছিল নিছকই দুর্ঘটনা। এখন প্রার্থনা করব, তুমি আরও ভাল স্বামী পাবে।’ এর কয়েক দিন পরেই মুদাসসিরের পক্ষ থেকে তালাকনামা এবং আইনি নোটিশ এসে পৌঁছয় বাবরের কাছে। দিন কয়েক আগে পুলিশে স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন বাবর।

 

 

গো নিউজ২৪/এএইচ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও