ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেলমেটে বাধ্যতামূলক পরিবর্তন আইসিসির


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০২:৪৫ পিএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ০৮:৪৫ এএম
হেলমেটে বাধ্যতামূলক পরিবর্তন আইসিসির

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের শেষদিনে টিম সাউদির এক বাউন্সার বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের মাথার পেছন দিকে আঘাত করলে হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। এ ঘটনায় একটা ব্যাপার আবারো স্পষ্ট, ব্যাটসম্যানদের নিরাপত্তায় খুব একটা উপযোগী নয় ক্রিকেটে ব্যবহৃত হেলমেটগুলো। এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ব্যাপারটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে মাথার একপাশে বলের আঘাতে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের। মর্মান্তিক সেই ঘটনার পরপরই নড়েচড়ে বসে আইসিসি।

গত বছরের জুনে আইসিসির ক্রিকেট কমিটি ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহারের সুপারিশ করেছিল সংস্থাটির কাছে। আর এই সুপারিশের ভিত্তিতেই অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে বাধ্যতামূলক হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট।

এই হেলমেটের বিশেষত্ব হচ্ছে, হেলমেটের গ্রিল এবং উপরের অংশের মাঝখানে ফাঁকা জায়গা সনাতন হেলমেটের চেয়ে অপেক্ষাকৃত কম। তাই গ্রিলের ফাঁক দিয়ে বল ঢুকে ব্যাটসম্যানের আঘাত পাওয়ার কোনো ঝুঁকি নেই।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। তবে এই হেলমেট বাধ্যতামূলক তাদের জন্যই, যারা ব্যাটিংয়ের সময় হেলমেট পরতে চাইবেন। কেউ হেলমেট ছাড়া ব্যাট করতে চাইলে সেটারও সুযোগ থাকবে।

যদি কোনো ব্যাটসম্যান ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ছাড়া পুরাতন হেলমেট পরেন, সেক্ষেত্রে শাস্তির বিধানও রেখেছে আইসিসি। কোনো ব্যাটসম্যান পুরানো হেলমেট ব্যবহার করলে তাকে টানা দুই ম্যাচে সতর্ক করা হবে। যদি তৃতীয় ম্যাচেও তিনি একই কাজ করেন, তাহলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ