ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৭:০৯ পিএম
হুমকির মুখে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

অনেক জলঘোলার পর অবশেষে বাংলাদেশে এলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়বেন স্মিথ-ওয়ার্নাররা। কিন্তু এই টেস্ট নিয়ে দেখা দিয়েছে ঘোরতর শঙ্কা। অন্য কোনো কারণে নয়, এ শঙ্কার কারণ বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলভাগের ওপর বর্তমান ঘনিভূত রয়েছে মৌসুমী জলবায়ু। যার প্রভাবে গতরাতে এবং আজ সকালে বৃষ্টি হয়েছে ঢাকাতে। কাল ও পরশু আবহওয়া মোটামুটি ভালোই থাকবে। কিন্তু ২৬ আগস্ট রাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ২৭ তারিখ শুরু হবে প্রথম টেস্ট। ওই দিনও বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ দিন ঢাকাতে প্রায় ২৩ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

২৮ আগস্ট অবশ্য আকাশ অনেকটা পরিষ্কার থাকবে। পরের দিন বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কম। এদিন ঢাকাতে প্রায় ৪ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ৩০ আগস্টও অনুরূপ আবহাওয়া বিরাজ কবে। তবে ৩১ আগস্ট ঢাকাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিন ৮৩ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আকাশ ভালো থাকবে না ঢাকা টেস্টের শেষ দিনেও। এদিন ৫১ মিলিমিটার বৃষ্টি হতে পারে রাজধানীতে।

বৃষ্টির হুমকিতে রয়েছে চট্টগ্রাম টেস্টও। ৪ সেপ্টেম্বর থেকে বন্দরনগরীতে শুরু হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট। প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও পরের চারদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশ্য বৃষ্টি হলেও সারাদিন টানা বৃষ্টি হবে না। ঘণ্টা খানেক হয়ে আবার থেমে যাবে। দিনে হয়তো দুইবার বুষ্টি হতে পারে। তার মানে বৃষ্টির ফাঁকেও খেলা হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া দুই মাঠেরই ড্রেনেজ ব্যবস্থা চমৎকার। বৃষ্টি থামার এক ঘণ্টার মধ্যেই খেলা শুরু করা সম্ভব। তবে চিন্তা আছে শের-ই-বাংলার আউটফিল্ড নিয়ে। নতুন আউটফিল্ড তৈরি করায় ঘাসের ঘনত্ব সেভাবে হয়নি।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ