ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৫, ০৮:২০ পিএম
হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

‘দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা চিহ্নিত হয়ে গেছে। এখন হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তরুণদের ফেসবুক ব্যবহারের জন্য ধৈর্য ধরতে বলেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, এটি সাময়িক। পৃথিবীর সব দেশেই যখন নিরাপত্তার হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেয়া হয়। আমাদের দেশে এর আগে নানা ধরনের হুমকি এসেছে। যদিও এখন কিছু হচ্ছে না, তবু হুমকি-ধামকি চলছে। হুমকি-ধামকি হচ্ছে। সেজন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। ফেসবুক বন্ধ রাখায় তারা বাধ্য হয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করছে। আর তাতে এদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহজ হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জা/আ

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়