ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিন্দুদের ওপর হামলার পিছনে রাজনীতি আছে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৫:৫৫ পিএম আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৭, ১১:৫৫ এএম
হিন্দুদের ওপর হামলার পিছনে রাজনীতি আছে

ঢাকা: মাঝে মাঝে হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে হামলা হয়, এর পিছনে রাজনীতি আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর যেসব হামলা হবে, মনে রাখবেন এর পিছনে রাজনীতি আছে। কারণ নির্বাচন সামনে, সেজন্য বর্তমান সরকারকে দায়ী করে ভারতের সঙ্গে সম্পর্ক বিনষ্টের মতলব থাকতে পারে।’

বুধবার রামকৃষ্ণ মিশনে ভারতের অর্থায়নে প্রস্তাবিত বিবেকানন্দ ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের বিষয়ে কাদের বলেন, ‘হিন্দুদের ওপর হামলা করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ফাটল ধরাতে চায় তারা বোকার স্বর্গে বাস করে। সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু দেশের অবিশ্বাসও সন্দেহের দেয়াল ভেঙে গেছে। দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।’

সংখ্যালঘুদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এরসঙ্গে ক্ষমতাসীন পার্টির কোনো সংযোগ নেই। এসব ঘটনার বিচার হচ্ছে। আমরা কাউকে ছেড়ে দিচ্ছি না। আওয়ামী লীগের কেউ হলেও সে পার পাবে না।’

২০১৪ সালের মতো নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০১৪ সালে বেগম জিয়া গণভবনে আসলে গণতন্ত্রের চিত্র পাল্টে যেত। তিনি তো সেদিন গণভবনে আসেননি।’

রামকৃষ্ণ মিশন ঢাকার কার্যনির্বাহীর কমিটির সভাপতি বিচারপতি গৌর গোপাল সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, রামকৃষ্ণ মঠের স্বামী অমেয়ানন্দজী মহারাজ, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, রাজউক চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

গোনিউজ/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন