ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদের প্রধান অস্ত্র তিনি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৪:০৬ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ১০:০৬ এএম
হায়দরাবাদের প্রধান অস্ত্র তিনি

এবারের আইপিএলের বড় চমকি আফগান লেগ স্পিনার রশিদ।  সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা রশিদ এখন পর্যন্ত পেয়েছেন ১১ উইকেট। উইকেটের চেয়েও কখনো কখনো আলোচনায় তাঁর কৃপণ বোলিং, টি-টোয়েন্টিতে যেটা বেশি দামি। গত দুই ম্যাচে যথাক্রমে ১৬ ও ১৭ রান দিয়ে নিয়েছেন একটি করে উইকেট।

আইপিএলে হায়দরাবাদের অন্যতম ভরসা হয়েছেন অভিষেকেই। দেশের ভরসা কিন্তু রশিদ অভিষেকের পর থেকেই। ২০১৫ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের সঙ্গে অভিষেক তাঁর। ২৬ ওয়ানডে খেলে ৫৩ উইকেট নিয়েছেন। সর্বশেষ ১০ ওয়ানডেতে তাঁর উইকেট-সংখ্যা ২৬! ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০ উইকেটও তাঁর দারুণ ভবিষ্যতেরই ইঙ্গিত। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে রশিদ নিয়েছেন ২৩ উইকেট।

সাম্প্রতিক সময়ে লেগ স্পিনে বেশ সাড়া জাগিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। গত অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। দলে বড় বড় তারকার ভিড়ে মনোযোগটা কেড়ে নিয়েছিলেন ১৩ উইকেট নিয়ে। 

এবারের আইপিএলের নিলামেও বড় চমক ১৮ বছর বয়সি আফগান লেগ স্পিনার। ৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

নিলামে রশিদ খানের ভিত্তিমূল ছিল ৫০ লাখ রুপি। তাকে দলে নিতে তুমুল লড়াই হয়েছে হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। দুই, তিন, সাড়ে তিন কোটি থেকে শেষ পর্যন্ত ৪ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ।

রশিদের আগেই অবশ্য প্রথম আফগান খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন মোহাম্মদ নবী। এই অলরাউন্ডারকেও দলে নিয়েছে হায়দরাবাদ। তবে নবীর দাম মাত্র ৩০ লাখ রুপি। আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ অবশ্য অবিক্রিত থেকে গেছেন।

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ