ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, প্রসূতি-নবজাতকের মৃত্যু


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ০১:৪৬ পিএম আপডেট: আগস্ট ২৪, ২০১৭, ০৭:৪৬ এএম
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, প্রসূতি-নবজাতকের মৃত্যু

ফেনী: ফেনীর একটি বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছে। এ ঘটনার পর থেকে স্বজন ও ক্ষুব্ধ জনগণ হাসপাতালটি ঘিরে রেখেছে।

ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ‘ফেনী মিশন’ হাসপাতালে বৃহস্পতিবার ভোর ৩টায় মুক্তা নামে ওই প্রসূতিকে ভর্তি করা হয়। মুক্তা ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের ওমান প্রবাসী হারুনুর রশীদের স্ত্রী।

মৃত প্রসূতির দেবর আবু সাইদ জানান, ওই হাসপাতালে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছিল না। নার্সরাই ডাক্তার সেজে ডেলিভারি করতে গিয়ে প্রথমে নবজাতকের মৃত্যু হয়। পরে প্রসূতি মুক্তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে আছে।

তিনি আরও জানান, ভর্তি করার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সব ঠিক আছে। প্রসূতির  নরমাল ডেলিভারি হবে।

হাসপাতালের ম্যানেজার আবু ইউসুফ জানান, রোগীর স্বজনরা নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। ভোররাত হওয়ায় তখন কোনো গাইনি ডাক্তার ছিল না।

এদিকে জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন। প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

গো নিউজ২৪/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা