ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হঠাৎ গ্যাস বন্ধে বিপাকে পরিবহন শ্রমিকরা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০১৭, ০২:৫২ পিএম আপডেট: জুন ২৮, ২০১৭, ০৮:৫২ এএম
হঠাৎ গ্যাস বন্ধে বিপাকে পরিবহন শ্রমিকরা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কারকাজের জন্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক-মালিকরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আসলাম উদ্দিন গতকাল মঙ্গলবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেবা বন্ধ থাকার বিষয়টি জানান। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কারকাজের জন্য সারা দেশের প্রায় ৬০ শতাংশ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা থেকে গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোকে চিঠি পাঠানো হয়েছে। তাতে সারা দেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়েছে। 

এদিকে, রাতে গ্যাস বন্ধের এই ঘোষণা আসার পর থেকেই সিএনজি স্টেশনগুলোতে যানবাহন নিয়ে অনেকেই ভিড় করেন। তাদের মধ্যে কিছু কিছু গ্যাস পেলেও রাত ১২টার পর স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেককে গ্যাস না নিয়েই ফিরতে হয়েছে। 

ঈদের ছুটি শেষে আজ বুধবার থেকে শুরু হচ্ছে অফিস-আদালতের কার্যক্রম। এরই মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষজনকে। গ্যাস বন্ধের কারণে রাস্তায় সিএনজিচালিত যানবাহনের সংখ্যাও কম দেখা গেছে। 


গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়