ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্যালাইনে বিষ মিশিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করলেন স্বামী


গো নিউজ২৪ | পাবনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ০৮:১৬ পিএম আপডেট: নভেম্বর ২১, ২০১৭, ০২:৩৫ পিএম
স্যালাইনে বিষ মিশিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করলেন স্বামী

পাবনা সদর উপজেলার শালাইপুর গ্রামে শরীরে দেওয়া স্যালাইন ব্যাগে বিষ মিশিয়ে অভিনব কায়দায় গর্ভবতী স্ত্রী আঞ্জুয়ারা খাতুনকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে স্বামী খাইরুল ইসলামের বিরুদ্ধে। 

ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। সোমবার বিকেলে নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত পাবনা জেনারেল হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নিহত আঞ্জুয়ারা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল করিম কামারের মেয়ে। ঘাতক স্বামী খাইরুল ইসলাম জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের ছেলে।

নিহতের ভাই রওশন কামার অভিযোগ করে বলেন, বোন আঞ্জুয়ারাকে ১০ বছর আগে খাইরুলের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই জামাই খাইরুল তার বোনকে নানা অজুহাত দেখিয়ে শারিরীক ও মানুসিক নির্যাতন করে আসছিল।

রওশন বলেন, গত রোববার সকালে জামাই খাইরুল স্ত্রী আঞ্জুয়ারা অসুস্থ এমন কথা বলে স্থানীয় বাজার থেকে গ্রাম্য এক ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পূর্ব থেকে আনা বিষ মেশানো স্যালাইন ওই ডাক্তারের সহায়তায় বোনের শরীরে পুশ করে বাড়ি থেকে ডাক্তারকে নিয়ে দ্রুত সটকে পড়ে।  

৫ মিনিট স্যালাইন শরীরে ঢোকার সাথে সাথেই তার বোন বিষাক্রান্ত হয়ে অস্থির হয়ে উঠে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার বোনের ১০ বছরের একটি ছেলে এবং ৭ মাসের অন্তঃস্বত্তা ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশের ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। 

এ ব্যাপারে নিহতের ভাই রওশন কামার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের অভিযোগ একটি প্রভাবশালী মহল মামলা না দেয়ার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করছেন। এদিকে গর্ভবতী মহিলা হত্যার খবরে এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসির দাবী ঘাতক স্বামীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 

সংশ্লিষ্ট বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জালাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গো নিউজ২৪/এবি

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার