ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্যামির পরামর্শে সাব্বিরের হঠাৎ পরিবর্তন


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৬, ০৭:০১ এএম
স্যামির পরামর্শে সাব্বিরের হঠাৎ পরিবর্তন

বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে খুলনা টাইটান্সের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারায় রাজশাহী কিংস। চার নম্বরে নেমে সাব্বির রহমান দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সাব্বিরের ব্যাটিং  স্বভাবের বাইরে গিয়ে  এই ম্যাচে ছিলেন ভিন্ন মেজাজে। ব্যাটিংয়ে ছিল না কোনো আগ্রাসন, দেখাননি কোনো মেজাজ। বোলারদের ওপর চড়াও হয়েও খেলেননি। স্কোরবোর্ডও একই কথা বলছে। ৫২ বলে মাত্র ২ চার ও ১ ছক্কায় সাব্বির করেছেন ৪৩ রান। স্ট্রাইক রেট ছিল ৮২.৬৯। সাব্বিরের এমন ব্যাটিংয়ে অধিনায়ক ড্যারেন স্যামি মুগ্ধ।

‘সাব্বির আজ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। দলের পরিস্থিতি এমন ছিল আমাদেরকে আট কিংবা নয় রান করে ওভারে করতে হতো। সাব্বির তার স্বভাবসুলভ ব্যাটিংয়ের পরিবর্তে দায়িত্ববোধ দেখিয়েছে। কোনো আগ্রাসন দেখায়নি। আমাদের একজন ব্যাটসম্যানের দরকার ছিল যে শেষ পর্যন্ত খেলে আসবে। সাব্বির আমাদের হয়ে সে কাজটা করেছে। পাশাপাশি জেমস ফ্র্যাঙ্কলিন তার অভিজ্ঞতা দেখিয়েছি। সাব্বিরকে সাপোর্ট করেছে এবং আমাদেকে জয় এনে দিয়েছে’- বলেন স্যামি।

আগ্রাসন সাব্বিরের মূল পরিচয়। সেখানে সাব্বির রহমান নিজেদের বাঁচা-মরার শেষ লড়াইয়ে খেললেন দায়িত্বশীল ইনিংস। হঠাৎ সাব্বিরের পরিবর্তন কেন? জানতে চাওয়া হলো অধিনায়ক স্যামির কাছে। স্যামি বললেন, ‘সাব্বির শেষ কয়েক ম্যাচ ধরে হতাশা বাড়াচ্ছিল। ভালো শুরুর পর আউট হয়ে যাচ্ছিল। আজ সে তাকে স্থির রেখেছে। আমি তার ব্যাটিং পরিবর্তনের চেষ্টা করিনি। আমি তার ব্যাটিং স্টাইলও পরিবর্তন করার চেষ্টা করিনি। আমি শুধুমাত্র তাকে তার দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সে যখন ব্যাটিং করে তখন তার কী রকম থাকা উচিত, যখন বোলিং করে তখন এবং যখন ফিল্ডিং করে তখন কী রকম থাকা উচিত, সেটা বুঝিয়েছি।

তাকে বলেছি ‘‘নিজেকে জিজ্ঞেস কর তোমার কী প্রয়োজন। তোমার থেকে দল কী প্রত্যাশা করছে।’’ হ্যাঁ, তার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, আমি সেগুলো নিয়েও তার সঙ্গে কথা বলেছি। আজ সে ভালো করেছে। আজকের আত্মবিশ্বাস তাকে ফাইনালে ভালো করতে আত্মবিশ্বাস দেবে। তাকে দলের প্রয়োজনে আবারও দায়িত্বশীল হতে হবে।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ