ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবন দখল করে বাস্তুহারা লীগের অফিস


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৮:২৬ পিএম
স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবন দখল করে বাস্তুহারা লীগের অফিস

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক ভবন দখল করে উপজেলা বাস্তুহারা লীগের কার্যালয় বানানো হয়েছে। গত দুই বছর ধরে এভাবে ভবনটি দখল করে কার্যালয় বানানো হলেও বিষয়টি জানেন না উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। 

২০১১ সালের ২২ জানুয়ারি দুর্গাপুর উপজেলা বাস্তুহারা লীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সৈয়দ আবু সায়েম বিজনকে সভাপতি ও ইনছান আলীকে সাধারণ সম্পাদক করা হয়। সংগঠনটির নিজস্ব কোনো কার্যালয় না থাকায় ২০১৫ সালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওই আবাসিক ভবনটি দখল করে উপজেলা বাস্তুহারা লীগের কার্যালয় বানানো হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০১২ সাল পর্যন্ত ওই ভবনটিতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস হাবিল টুডু পরিবার নিয়ে বসবাস করতেন। এরপর হাবিল টুডু অন্যত্র বদলি হয়ে চলে গেলেও তার পরিবারের কয়েকজন এখনো সেখানে বসবাস করছেন। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় একটি কক্ষে থাকেন তারা। আর রাস্তার পাশের একটি কক্ষ দখল করে উপজেলা বাস্তুহারা লীগের কার্যালয় বানানো হয়। প্রথমদিকে নিয়মিত সভা অনুষ্ঠিত হলেও এখন আর সভা হয়না কিংবা সেখানে বাস্তুহারা লীগের কোনো নেতাকর্মীর আনাগোনা দেখা যায়না বলেও স্থানীয়রা জানান। 

মঙ্গলবার দুপুরে সরেজমিনে ভবনটি পরিদর্শন করে দেখা যায়, যে কক্ষটি দখল করে উপজেলা বাস্তুহারা লীগের কার্যালয় বানানো হয়েছে ওই কক্ষে একটি টেবিল ও কয়েকটি চেয়ার এলোমেলো ভাবে পড়ে রয়েছে। দরজা বন্ধ থাকায় বাইরে থেকে দেখে মনে হচ্ছে গত ৬ মাসে সেখানে কোনো মানুষের পা পড়েনি।

উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি সৈয়দ আবু সায়েম বিজন ও সাধারণ সম্পাদক ইনছান আলীর সাথে কথা বলতে তাদের মোবাইল ফোনে কল করা হলেও তাদের দু’জনেরই ফোন বন্ধ পাওয়া গেছে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব আলম লাল্টু জানান, কমিটি গঠনের পর সাংগঠনিক অবস্থা ভালো ভাবে চললেও আপাতত সংগঠনটির কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ভবন দখল করে কার্যালয় বানানোর বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেওয়ান নাজমুল আলম বলেন, ‘ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে সেটি দখল করে উপজেলা বাস্তুহারা লীগের কার্যালয় বানানোর খবরটি আমার জানা নেই। আগামীকাল (বুধবার) অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখব। ’

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা