ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০২:৫৭ পিএম আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ০৮:৫৭ এএম
স্বাধীনতার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়া রাষ্ট্র গঠনের উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটির স্থানীয় একটি সংগঠন। সাম্প্রতিক সময়ে মার্কিন রাজনীতিতে চরম সংকটের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ব্রেক্সিটের অনুকরণে এর নাম দেয়া হয়েছে ‘ক্যালেক্সিট’।

এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন সনদে সাংবিধানিক সংশোধনী আনার জন্য একটি সম্মেলন অনুষ্ঠানের আবেদন জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এ সংবিধান গোল্ডেন স্টেটের নীতি-আদর্শের সাথে মানানসই নয়। বৃহস্পতিবার প্রান্তিক এই সংগঠনটির আনা প্রস্তাবে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সাথে ক্যালিফোর্নিয়ার বর্তমান যে সম্পর্ক, তাতে ক্যালিফোর্নিয়াসহ অন্য অঙ্গরাজ্যগুলোকে নিজেদের ভবিষ্যৎ গড়ার অধিকার দেয় না। তাই এর সংশোধনী আনতে হবে।’

এর সমর্থকরা আশা করছেন, ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার বিষয়টি নিয়ে জনগণের মতামত চাওয়া হবে। যদিও চলতি বছর এর আগেও দুই দফা অনুরূপ আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা শেষ পর্যন্ত ধোপে টেকেনি। নতুন এই প্রস্তাবনাটির শিরোনাম দেয়া দেয়া হয়েছে ‘সাংবিধানিক সংশোধনীর জন্য ক্যালিফোর্নিয়ার আহ্বান।’

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রস্তাবটি ফেডারেল পার্লামেন্টে উঠতে হলে আগে তা অঙ্গরাজ্যের আইন পরিষদে পাস হতে হবে, যে কারণে আগের দুটি স্বাধীনতার উদ্যোগ বাতিল হয়ে গেছে। সর্বশেষ উদ্যোগে বলা হয়, ‘১৭৮৭ সালের পর বিশ্বের ব্যাপক পরিবর্তন ঘটেছে’ এবং ক্যালিফোর্নিয়াকে অবশ্যই তাদের নিজস্ব পথে চলতে দিতে হবে। কেননা অভিবাসন থেকে পরিবেশসহ নানা বিষয়ে ফেডারেল সরকাররের সাথে এ অঙ্গরাজ্যের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র