ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

স্ত্রীর লাশ নিয়ে মিছিল: সিআইডি কর্মকর্তার ফাঁসি দাবি


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:৪০ এএম
স্ত্রীর লাশ নিয়ে মিছিল: সিআইডি কর্মকর্তার ফাঁসি দাবি

যশোর: স্ত্রী মরিয়ম খাতুনকে ‘হত্যা’র অভিযোগে সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ ও মৃতদেহ নিয়ে মিছিল করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। হাসপাতাল চত্ত্বর থেকে মিছিলটি বের হয়।

এরপর শহরের দড়াটানা ও কোতোয়ালি থানার সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্বজনরা। এখানে পুলিশ কর্মকর্তা আজিজুল হককে স্ত্রী খুনের জন্য ফাঁসির দাবি জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার (২০ জুলাই) স্ত্রীর মৃত্যুর ঘটনায় এদিন রাতে অভিযুক্ত আজিজুল হককে যশোর কোতোয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ঢাকা সিআইডিতে কর্মরত আজিজুল হক সবুজ সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার সরুলিয়া গ্রামের আনারুল হকের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সিআইডি’র উপ-পরিদর্শক আজিজুল হক সবুজের স্ত্রীর মৃত্যু হয়। এজন্য রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। থানায় আসার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

জিজ্ঞাসাবাদকালে আজিজুল পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে ফিরে জানালা দিয়ে ঘরে স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। এরপর জানলা ভেঙে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন আজিজুল।

আজিজুল দাবি করেছেন, পারিবারিক কলহের সূত্র ধরে তার স্ত্রী মরিয়ম আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আজিজুলকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ জুলাই) যশোরে সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সবুজের স্ত্রী মরিয়ম খাতুন পারুলের (৩০) রহস্যজনক মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে নিজের ব্যবহৃত প্রাইভেটকারে মরিয়মের লাশটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন আজিজুল।

আজিজুল দাবি করেন, তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পারিবারিক কলহের জের ধরে মরিয়মকে হত্যার পর লাশ ঘরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিলেন বলে নিহতের ভাই জিয়াউর রহমান দাবি করেন। পারুল যশোর সদর উপজেলার চৌঘাটা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানার পারুলের পিতা লিখিত অভিযোগ দিয়েছেন।

গো নিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা