ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরল রোহিঙ্গা ক্যাম্পে


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১০:২১ এএম
সেনাবাহিনীর হস্তক্ষেপে অবশেষে স্বস্তি ফিরল রোহিঙ্গা ক্যাম্পে

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে হিমশিম খাচ্ছিল কক্সবাজার জেলা প্রশাসন। কোনও সুষ্ঠু পদক্ষেপ নিতে পারছিলেন না তারা। ফলে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে এক ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়।

শনিবার সেনাবাহিনী দায়িত্ব নেয়ার পর থেকে পাল্টে গেছে পুরো চিত্র। নির্দিষ্ট স্থানে পরিকল্পিতভাবে দেয়া হচ্ছে ত্রাণ। এতে করে সবাই শৃঙ্খলার ভেতরে চলে এসেছে। রোহিঙ্গারা যত্রতত্র ত্রাণের জন্য ঘুরত। এখন আর সেটি হচ্ছে না। 

সেনাবাহিনীর নির্ধারিত স্থানের বাইরে কেউ ত্রাণ দিচ্ছেন না। তাই রোহিঙ্গাদেরও নির্ধারিত স্থান থেকে ত্রাণ নিতে হচ্ছে। আশা করা যাচ্ছে আগামী দুই দিনের ভেতর সেনাবাহিনী পুরো ত্রাণ ব্যবস্থায় নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

জানা গেছে, কক্সবাজারের উখিয়ায় ৩৬ বীর, ২৪ বেঙ্গল ও ৬৩ বেঙ্গল নামে ৩টি টিম রোহিঙ্গাদের আশ্রয়স্থল উখিয়ার কুতুপালং ও বালুখালীতে কাজ শুরু করে। বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা রেকি ও পরিকল্পনা করে ত্রাণ বিতরণের জন্য প্রাথমিকভাবে কিছু স্থান নির্ধারণ করে সেনাবাহিনী।

উখিয়ায় নির্ধারিত ২ হাজার একর জমিতে ১৪ হাজার শেড নির্মাণ করার দায়িত্ব পেয়েছে সেনাবাহিনী। প্রতিটি শেডে ৬ জন করে ৮৪ হাজার পরিবার থাকার সুযোগ পাবেন। শেড নির্মাণের পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করবে সেনাবাহিনী।

কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল জানান, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তি রক্ষায় কাজ করছে। শরণার্থী শিবিরের বিষয়গুলোতে সেনাবাহিনী খুবই অভিজ্ঞতা সম্পন্ন। সেনাবাহিনী এক দিনের ভেতরে ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। রোহিঙ্গা শিবিরগুলোও অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।

এরইমধ্যে রোহিঙ্গাদের জন্য স্থাপিত হয়েছে নতুন সেনা ক্যাম্প। এই ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর মুহাম্মদ রাশেদ আকতার জানান, সেনা সদস্যরা প্রথমে সড়কে শৃঙ্খলা আনতে কাজ শুরু করে। অনিয়ন্ত্রিত যানবাহন ও বিচ্ছিন্ন ত্রাণ বিতরণ এবং রাস্তায় রোহিঙ্গাদের অহেতুক জটলা সরিয়ে দিয়ে সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করা হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পমুখী করা হয়েছে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়