ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সেই রাতে কেউ ঘুমাতে পারেনি, খেতেও পারেনি’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১১:৩৮ এএম
‘সেই রাতে কেউ ঘুমাতে পারেনি, খেতেও পারেনি’

শিরোপাটা ঠিক হাতের কাছে চলে পেয়েও ধরতে পারলো না তারা। আর একটু হলেই তো প্রথমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। কিন্তু রোববার সেই স্বপ্নভঙ্গ হলো শেষটায় ব্যাটিং ব্যর্থতায়। 

হুড়মুড়িয়ে শেষে জয়ের ঠিক কাছে গিয়ে ভেঙে পড়া। মাত্র ৯ রানের হারে ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া শিরোপা। এই কষ্ট কিভাবে ভুলবেন ভারতীয় মেয়েরা? ভারতীয় বোলিংয়ের এখন পর্যন্ত সেরা মুখ ঝুলন গোস্বামী তো জানালেন, ফাইনালে হারের পর তারা কেউ সেই রাতে আর ঘুমাতেই পারেননি। এমনটি সেই রাতে কেউ খাবারও খায়নি। 

কি হলো? কি হতে পারতো? কি হওয়ার ছিল? কেন এমন হলো? এরকম আরো নানা প্রশ্ন এসে এমনভাবে হানা দেয় যে ভারতীয় বীর মেয়েদের ঘুমটা পালিয়ে যায় দুরে কোথাও। ইংল্যান্ডের মাটিতে স্বপ্নভঙের বেদনা বুকে নিয়ে ঝুলন পরে জানালেন, 'বুকভাঙার মতো ব্যাপার ওটি। এ থেকে বের হয়ে আসা দরকার। শেষ রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আসলে ঘুমাতে পারিনি আমরা কেউই। প্রেজেন্টেশন অনুষ্ঠান শেষ হওয়ার অনেক পর পর্যন্ত আমরা ড্রেসিং রুমে বসে ছিলাম। অনেক দেরি করে গেছি হোটেল রুমে। সেখানে গিয়ে কেউ খাবারও খাইনি।'

ফাস্ট বোলার হিসেবে ঝুলন বেশ আগেই নিজেকে অনেক উপরে নিয়ে গেছেন। এবারের আসরটাও নেহাত মন্দ যায়নি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারতের বোলিংকে। কিন্তু ফাইনালের কষ্ট তার বুকে বাজছে এতোটাই যে ওই ম্যাচ নিয়ে কিছু ভাবতেই চাইছেন না আর, 'সত্যি আমি পেছন ফিরে তাকিয়ে ওই ফাইনালের বিশ্লেষণ করতে চাই না। এটা খুব যন্ত্রণাদায়ক।'

সেদিনের ফাইনালে ইংল্যান্ড দল ভারতকে দিয়েছিল ২২৯ রানের টার্গেট। খুব বড় নয় লক্ষ্য। কিন্তু ইংলিশরা কোমর বেধে নেমেছিল। ভারতীয় মেয়েরা লড়াকু। লড়ে যান। ব্যাটিংয়ে শেষটায় যা হলো সেটাই চিরকালিন আক্ষেপের নাম হয়ে থাকলো লর্ডস ফাইনাল। ঝুলনের এটি চতুর্থ বিশ্বকাপ ছিল। সম্ভবত শেষও। ৩৪ বছরের খেলোয়াড় বলছেন, 'এই পর্যায়ের খেলায় পরিকল্পনাগুলো আপনাকে আরো ভালোভাবে বাস্তবায়িত করতে হয়। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি, বিশেষ করে ব্যাটিংয়ে। ম্যাচ বিশ্লেষণ করতে থাকলে তো আর ওই হারানো মুহূর্ত ফিরে আসবে না।'

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ