ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুখবর, ‘বিগ থ্রি’কে বিদায় জানালো আইসিসি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০৫:০৭ পিএম আপডেট: জুন ২৩, ২০১৭, ১১:০৭ এএম
সুখবর, ‘বিগ থ্রি’কে বিদায় জানালো আইসিসি

হুল আলোচিত ‘বিগ থ্রি’ প্রস্তাবকে চিরতরে বিদায় জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিকট ভবিষ্যতে তো নয়ই, আর কখনও অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের রাজত্ব বিশ্ব-ক্রিকেটের হাল ধরার সম্ভাবনাটুকুও নেই এবার।

আইসিসির চলম্ন বার্ষিক সভায় সমালোচিত ‘বিগ থ্রি’ তত্ত্বকে বাতিল ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শাখা সদস্যপদও। এখন থেকে সদস্যপদ থাকবে শুধু দুই ধরণের- পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য। দুই ধরণের সদস্য দেশই সমান ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কোনো বিল পাশ করাতে প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ ভোট।

একজন স্বাধীন মহিলা পরিচালক নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। স্বাধীন পুরুষ চেয়ারম্যানের মতো ভোটে অংশ নিতে পারবেন তিনিও। সেই সাথে থাকবেন একজন ডেপুটি চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি আইসিসির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘বৈশ্বিক খেলাটির ভালোর জন্য সংবিধান পরিবর্তন করার অঙ্গীকার রাখায় আমি আইসিসির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আইসিসির পরিচালনায় উন্নতি সাধনের এটি প্রথম ধাপ এবং আমি বিশ্বাস করি, এই পরিবর্তনগুলো সব সদস্যকে সহায়তা করবে এবং খেলাটিকে আরও বিশ্বব্যাপী করে তুলতে আমাদের সহায়তা করবে।’

এদিকে নতুন পূর্ণ সদস্যপদ পাওয়া দুই দেশ আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন। তিনি বলেন, ‘পূর্ণ সদস্যপদ পাওয়ায় আমি আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে অভিনন্দিত করতে চাই, যা মাঠে এবং দেশীয় প্রেক্ষাপটে তাদের ক্রিকেটীয় উন্নতির ফলাফল। দুটি দলই প্রদর্শন করেছে, তারা নতুন মানদণ্ডের সম্মুখীন হয়েছে এবং পূর্ণ-সদস্যপদের যোগ্যতা অর্জন করেছে।’

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ