ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সু চিকে বিশ্বাসঘাতক বলছেন রোহিঙ্গারা


গো নিউজ২৪ | পাপলু রহমান প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০২:৪৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৮:৫০ এএম
সু চিকে বিশ্বাসঘাতক বলছেন রোহিঙ্গারা

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিমদের বৃহৎ একটা অংশ ভালোবেসে সু চিকে ভোট দিয়েছিলেন। চেয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী সু চি তাদের জন্য কিছু একটা করবেন। কিন্তু বিজয়ের পর বেমালুম ভুলে গিয়েছেন নিপীড়ত নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের কথা।

ভোটের আগে রোহিঙ্গাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো রাখেনইনি, উপরন্ত ঘাতক আর খুনি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন। সে কারণেই আজ রোহিঙ্গাদের জীবনে নেমে এসেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি।

এর মধ্যে গেল ১৯ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে স্টেট কাউন্সিলর অং সান সু চি ভালো মানুষের মতো রাখাইনে যেকোনো মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেন। তবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিষয় নিয়ে একটা শব্দও উচ্চারণ করলেন না।

জাতির উদ্দেশ্যে দেয়া সু চির ভাষণের কথা জানতে পেরে চরম ক্ষুব্ধ রোহিঙ্গা। হাতাশা নেমে এসেছে কক্সবাজারের উখিয়ার শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গাদের কয়েকজন প্রতিক্রিয়াও জানিয়েছেন।

শরণার্থী শিবিরে রোহিঙ্গারা আল জাজিরার সাংবাদিক সাইফ খালিদকে জানিয়েছেন, সু চিকে তারা আর বিশ্বাস করেন না। তিনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মিথ্যা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আমাদের কথা ভুলে গেছেন।

এদিকে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূলীকরণ’ হিসেবে চিহ্নিত করলেও ভাষনে সু চি সে ব্যাপারে কোনো কথাই বলেননি। রাখাইনে সেনা অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সোয়া চার লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে ঢুকেছে বাংলাদেশে। 

রোহিঙ্গা স্রোত নিয়ে বাংলাদেশ যখন ভারাক্রান্ত তখন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়। আর সু চি বালিতে মুখ গুঁজে তার ভাষণে বিস্ময় প্রকাশ করে বললেন, রোহিঙ্গারা কেন পালিয়ে যাচ্ছে তা তার বোধগম্য নয়!

গোনিউজ২৪/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও