ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্ত পথে আসছে ভারতীয় গরু, চিন্তিত খামারিরা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৭:০৯ পিএম
সীমান্ত পথে আসছে ভারতীয় গরু, চিন্তিত খামারিরা

যশোর: কোরবানির ঈদ সামনে রেখে যশোরের শার্শা সীমান্ত পথে প্রতিদিনই ভারত থেকে আসছে গরু-ছাগল। ভারত থেকে বৈধভাবে আসা পশুগুলো সীমান্তের চারটি খাটালে রেখে ভ্যাট আদায় শেষে নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন হাটবাজারে। তবে বৈধ পথের পাশাপাশি অবৈধপথেও টুকটাক গরু আসছে বলে সীমান্তের লোকজন জানিয়েছেন। আর বৈধ ও অবৈধ পথে পশু আসার কারণে দেশি খামারিরা তাদের প্রত্যাশা অনুযায়ী গরু-ছাগলের দাম পাবেন না বলে আশঙ্কা করছেন।

বছর জুড়েই যশোর সীমান্ত পথে কমবেশি গরু আসে। তবে ২/৪ বছর আগে প্রতিদিন যেখানে ৪/৫ হাজার পশু আসতো। এখন সেখানে মাস আসছে ৪/৫ হাজার। তবে কোরবানির ঈদকে সামনে রেখে এ সংখ্যা একটু বেড়েছে বলে গরু ব্যবসায়ীরা জানিয়েছেন।

সূত্র মতে, যশোর সীমান্তের চারটি পয়েন্ট পুটখালী, অগ্রভুলট, দৌলতপুর ও গোগা দিয়ে যে পশু আসে তা নাভারণ সাতক্ষীরা মোড়স্থ পশু করিডোরের মাধ্যমে ভ্যাট আদায় করে কাস্টমস। এ অফিসের দায়িত্বরত কর্মকর্তা কাস্টম ইন্সপেক্টর সুমা মনি জানিয়েছেন, চলতি মাসের প্রথম তিন সপ্তাহে (আগস্টের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত) সীমান্তের চারটি খাটাল থেকে ৬ হাজার ১০০টি পশুর ভ্যাট আদায় করা হয়েছে। এরমধ্যে গরু রয়েছে ৫ হাজার ৪৫১টি, ছাগল ৬৪৭ ও মহিষ ২টি। 

তিনি আরও বলেন, গরু প্রতি ৫০০, ছাগল ৩০০ ও মহিষ ৫০০ টাকা ভ্যাট আদায় করা হয়। এ হিসেবে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ২৯ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা ভ্যাট আদায় হয়েছে।

এদিকে বর্তমান যেভাবে ভারত থেকে পশু আসছে সেটাকে স্বাভাবিক বলেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার। তিনি বলেছেন, এতে দেশি গরু চাষি ও ব্যবসায়ীরা তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তবে চিন্তিত আছেন দেশি খামারি ও বাড়িতে গরু মোটাতাজাকরণ চাষিরা। 

সোমবার শার্শার শাড়াতলা বাজারে পশু বিক্রি করতে এসেছিলেন একই এলাকার চাষি হাবিবুর রহমান। তিনি বলেন, কোরবানির পশুর হাট এখনও জমেনি। এ বাজারে তিনি দুটি ছাগল বিক্রি করতে এসে প্রত্যাশিত দাম পাননি। তাই বিক্রিও করেননি। ভারত থেকে যদি পর্যাপ্ত গরু-ছাগল আসে, তখন দাম আরও কমে যাবে।

অন্যদিকে জেলা প্রাণি সম্পদ অফিস মতে, কোরবানি উপলক্ষে যশোরের ৮ উপজেলায় ৬৮ হাজার ২৫টি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। এরমধ্যে গরু ৩৫ হাজার ৭০০, ছাগল ২৯ হাজার ৩০০ ও ভেড়া রয়েছে ৩ হাজার। আর জেলায় ৫৫ হাজার পশুর চাহিদা রয়েছে। অর্থাৎ ২৯ হাজার গরু এবং ছাগল ও ভেড়া মিলে ২৬ হাজার। স্থানীয় চাহিদা পূরণ করে বাইরের জেলায় পশু সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা