ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সীমা অতিক্রম না করতে’ ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ১০:২৮ এএম
‘সীমা অতিক্রম না করতে’ ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি

আল আকসা মসজিদ নিয়ে ‘সীমা অতিক্রম না করতে’ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাস। মসজিদটিতে নতুন করে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সেখানকার মুসল্লিদের প্রতি সংহতিস্বরূপ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে গাজা উপত্যকায়। এর মধ্যেই এই হুঁশিয়ারি দিল দলটি।

বৃহস্পতিবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ বলেন, ‘ইহুদিবাদী শত্রুদের আমি স্পষ্ট করে বলে দিতে চাই: আল আকসা মসজিদ এবং জেরুজালেম হচ্ছে ‘রেড লাইন’ (সীমা)। সত্যিকার অর্থেই এটা সীমানা।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের আমি বলতে চাই, তোমাদের মসজিদ বন্ধ করার নীতি এবং জেরুজালেমের বাসিন্দা ও আমাদের পবিত্র স্থানে বসবাসকারী মানুষের বিরুদ্ধে সম্মিলিত সাজা আরোপ সহ্য করা হবে না।’

আল আকসায় ইসরায়েলের মেটাল ডিটেকটর সংযোজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো দিনব্যাপী বিক্ষোভ করেছে হামাস, ইসলামিক জিহাদ এবং অন্য ফিলিস্তিনি সংগঠনগুলো। একে ‘ইসরায়েলি আগ্রাসন’ অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছে দলগুলো।

ইসমাইল হানিয়াহ

এর আগে নতুন নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীর এবং পূর্ব-জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি বাহিনী। এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় গাজার বাসিন্দারা।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে বৃহস্পতিবারও আল আকসার বাইরে নামাজ আদায় অব্যাহত রেখেছে মুসল্লিরা। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হামলায় বৃহস্পতিবার ২২ ফিলিস্তিনি আহত হলে উত্তেজনা বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাবার বুলেটের আঘাতে ফিলিস্তিনের দুই নাগরিক গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (১৪ জুলাই) আল আকসা মসজিদে গোলাগুলির ঘটনার পর সেখানে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসরায়েল। ওই ঘটনায় তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। এই ঘটনাকে আল আকসা দখলে নিতে ‘ইসরায়েলের চক্রান্ত’ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও