ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:৫৫ পিএম
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ফাইল ছবি

ট্রাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেরে সিলেটে শনিবার সকাল ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা মাইক্রোবাস ও ট্রাক শ্রমিক নেতারা।

ডিবি পুলিশের হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় তারা। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটে সমর্থন দিয়েছে।

সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ বলেন, ‘শুক্রবার রাতে আমাদের তিন শ্রমিককে ডিবি পুলিশ আটক করে। পরে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে পুলিশ আমাদের মারধর করে আহত করে। আটককৃত শ্রমিকদের মুক্তি না দিলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।’

এর আগে শুক্রবার রাতে সিলেট নগরের শাহজালাল উপশরের মেন্দিবাগ এলাকায় দুই ট্রাক ও মাইক্রোবাস শ্রমিককে আটকের জেরে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত উপশহরে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে সিলেট ল কলেজের সামনে থেকে শফিক ও স্বপন নামের দুই পরিবহন শ্রমিককে ‘চার লিটার  মদসহ’ আটক করে ডিবি পুলিশ। পরিবহন শ্রমিকরা তাদের মুক্তির দাবিতে নগরীর উপশহর পয়েন্টে সড়ক অবরোধ করেন।

পুলিশ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের এএসআই জৈন উদ্দিন ও কনস্টেবল সুজন মিয়া ও  কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আরেক শ্রমিককে আটক করা হয়।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা