ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০


গো নিউজ২৪ | সিরাজগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৩:৫৭ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১০:৪১ এএম
সিরাজগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম লেবুর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, খোকশাবাড়ী গ্রামের সুরুতজ্জামানের ছেলে সোহান (১৫), তেতুলিয়া গ্রামের আলী শেখেরে ছেলে হাসান (১৬), সয়াধানগড়া গ্রামের হাবিবুলের ছেলে আকরাম হোসেন (১৮)। তাৎক্ষনিক এদের নাম পাওয়া গেলেও বাকীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কাওয়াকোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, রোববার দুপুরে ১নং ওয়ার্ডে কাউন্সিল চলাকালে বৈধ ভোটার তাদের ভোট দিতে গেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তালেবের সমর্থকেরা তাদের বাধা প্রদান করে। এক পর্যায়ে ভোটারদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমার সমর্থকসহ প্রায় ১০জন গুরুতর আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে সোহান, হাসান ও আকরামের অবস্থা আশঙ্কাজনক অবস্থার বেগতিক দেখে আমিসহ আমন্ত্রিত অতিথিরা ভোট কেন্দ্র থেকে চলে আসি।

কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আমজাদ জানান, সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন হলেও কেন্দ্রের বাইরে দুই সাধারণ সম্পাদক প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

গোনিউজ২৪/পিআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা