ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে কেমন আছেন গুরুতর অসুস্থ মহিউদ্দিন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০৯:৫৫ এএম
সিঙ্গাপুরে কেমন আছেন গুরুতর অসুস্থ মহিউদ্দিন

সিঙ্গাপুরে কেমন আছেন মহিউদ্দিন চৌধুরী? উত্তর জানতে উদ্‌গ্রীব বন্দর নগরীর লাখো মানুষ। প্রায় প্রতিদিনই তার রোগমুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় দোয়া-প্রার্থনা করছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মহিউদ্দিনের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক যাদের তারাও তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছেন। ঢাকার স্কয়ার হাসপাতালে থাকার সময় তাকে একনজর দেখতে ছুটে গেছেন অনেকে। নেতাকর্মী ও ভক্ত-সমর্থকরা প্রার্থনা করছেন, সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসুক সবার মাঝে।

এদিকে সিঙ্গাপুরে মহিউদ্দিনের সঙ্গে থাকা তার পরিবারের স্বজনরা শুনিয়েছেন আশার বাণী। মহিউদ্দিনের বড় ছেলে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, সফল এনজিওগ্রামের পর বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার বাবাকে। তার শারীরিক অবস্থাও এখন আগের তুলনায় অনেক ভালো।

সিঙ্গাপুরে গ্ল্যানিগ্লেস হাসপাতালে গত সোমবার ডায়ালাইসিস সাপোর্টের মাধ্যমে মহিউদ্দিন চৌধুরীর এনজিওগ্রাম হয়। তার চিকিৎসার ব্যাপারে হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া তথ্য বিবরণীতে বলা হয়, এনজিওগ্রাম সফলভাবে শেষ হওয়ায় এই মুহূর্তে বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে নেই তিনি। তার চিকিৎসা স্বাভাবিক ও সফলভাবে হচ্ছে। এনজিওগ্রাম করতে সব মিলিয়ে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে। এরপর তাকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। আজ শুক্রবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

 

বাবার সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করা ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে জানান, হাসপাতালটির সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. তান চং হিয়কের তত্ত্বাবধানে চলছে তার বাবার চিকিৎসা। এনজিওগ্রাম শুরুর আগে হাসপাতালের জ্যেষ্ঠ কিডনি বিশেষজ্ঞ মহিউদ্দিন চৌধুরীর শরীরে ডায়ালাইসিসের বিকল্প সংযোগ স্থাপন করেন। এর মাধ্যমে ভবিষ্যতে তার কিডনি ডায়ালাইসিস করতে সুবিধা হবে। বাবার জন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল।

 

মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, 'আগের চেয়ে মহিউদ্দিন চৌধুরীর অবস্থা এখন অনেক ভালো। কথা বলতে পারছেন তিনি। নাড়াচাড়াও করতে পারছেন।'

গো নিউজ ২৪.কম/এমআর

 

গত ১১ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থতা বোধ করেন মহিউদ্দিন চৌধুরী। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে চট্টগ্রাম মহানগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। একদিন আইসিইউতে রাখার পর পরের দিন বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিডনি ডায়ালাইসিসের পর একটু সুস্থ বোধ করলে চিকিৎসদের পরামর্শে ১৬ নভেম্বর তাকে সিঙ্গাপুরের গ্ল্যানিগ্লেস হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন