ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৩ মণ স্বর্ণের ব্যাখ্যা দিলেন না দিলদার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ১২:২০ পিএম
সাড়ে ১৩ মণ স্বর্ণের ব্যাখ্যা দিলেন না দিলদার

আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার ব্যাখ্যা দিতে তৃতীয় দফা তারিখে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসেননি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। তিনি আসবেন কি আসবেন না-সে বিষয়ে অধিদপ্তরকে কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইলের শুল্ক গোয়েন্দা অধিপ্তরে হাজির হওয়ার কথা ছিল আপন জুয়েলার্সের মালিকপক্ষের। তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করেছিলেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরও বেলা সাড়ে ১১টায় আপনের পক্ষ থেকে নথিপত্র নিয়ে কেউ আসেননি।

গত ১৪ ও ১৫ মে রাজধানীতে আপনের ছয়টি বিক্রয়কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও হীরা। আপনের দাবি, এসব স্বর্ণ ও হীরার বৈধ কাগজপত্র রয়েছে তাদের।

গত ১৭ মে শুল্ক গোয়েন্দাদের তলবে হাজির হয়ে আপনের মালিক দিলদার আহমেদ সেলিম সব নথিপত্র জমা দিতে সময় চান। এরপর তাকে এক সপ্তাহ সময় দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নির্ধারিত দিন ২৩ মে আপনের মালিকপক্ষ ব্যাখ্যা দিতে আসেনি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে। কিন্তু সেদিন স্বপ্রণোদিত হয়েই আপনকে দুই দিনের সময় দেয় শুল্ক গোয়েন্দারা।

সেদিন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান সাংবাদিকদেরকে বলেন, ‘আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে আগামী ২৫ মে পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। আপন জুয়েলার্সের পক্ষ থেকে কোনো সময়ের আবেদন করেনি। তারপরেও আমরা স্ব উদ্যেগে তাদের সময় বাড়িয়ে দিয়েছি। যাতে আদালতে গিয়ে বলতে না পারে সময় পাইনি, সুযোগ পাইনি, কারণ এখন কোনো কিছু হলেই সেটা আদালতে চলে যাচ্ছে। সেখানে ন্যায় বিচারের জন্য অভিযোগ তোলার চেষ্টা করে। এই অভিযোগ যাতে তুলতে না পারে এটা আমরা রেকর্ড করছি।’

গো নিউজ২৪/এনএফ

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড