ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাবিক ভক্তদের জন্য সুখবর


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:২১ পিএম
সাবিক ভক্তদের জন্য সুখবর

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। ১০ জুলাই শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্পটি। যে ক্যাম্পে শুরুর দিন থেকেই দলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু পাঁচ দিনের মাথায় চোটের কবলে পড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার। বা-পায়ের গোড়ালিতে চোট পান তিনি। পরে ১০ দিনের বিশ্রাম দেওয়া হয়েছিল সাকিবকে। 

যদিও বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক এরপর ক্যাম্পে এসেছেন প্রতিদিনই। টুকটাক রানিংও করেছেন। শনিবার থেকে শুরু করলেন জিমে অনুশীলন। এদিন সকালে জিমে বেশ কিছু সময় সাইক্লিং করেছেন সাকিব।

এক সপ্তাহ আগে হঠাৎ করেই চোটে পড়েন সাকিব । ঠিক অনুশীলনে চোট পেয়েছিলেন কিনা এনিয়ে অবশ্য পরিস্কার কোন তথ্য মেলেনি বোর্ড কিংবা অন্য কোনো মাধ্যম থেকে। গুঞ্জন ছিল নিজের বাড়িতেই নাকি আঘাত পেয়েছেন সাকিব। তবে যেভাবেই চোটে পড়ুন না কেন সাকিবের চোটটা অত গুরুতর কিছু ছিল না। 

বিসিবির সহকারী চিকিৎসক মুনিরুল আমিন হাওলাদার  বলেছিলেন, ‘খুবই সাধারণ একটা ইনজুরি। তাকে আমরা সাধারণ ট্রিটমেন্ট এবং আমাদের যে রিহ্যাব প্রোগ্রাম আছে সে প্রোগামে রেখেছি। ইনজুরিতে যেদিন থেকে পড়েছে সেদিন থেকে বড়জোর ১০ দিন লাগবে সম্পূর্ণ সেরে উঠে কাজ শুরু করতে।’ 

১৪ জুলাই ইনজুরিতে পড়েছিলেন সাকিব। দ্রুতই যে সেরে উঠছেন সাকিব তার প্রমাণ নির্ধারিত সময়ের আগেই জিম কিংবা সাইক্লিং শুরু করতে পারা।

দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ সফরের জন্য বেশ আগেই ১৩ সদস্যের দলও ঘোষণা করে রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু বোর্ডের সঙ্গে অজি ক্রিকেটারদের চুক্তি সংক্রান্ত জটিলতায় সিরিজ নিয়ে রয়েছে সংশয়। তবে টাইগাররা বসে নেই। নিজেদের তৈরি করে চলেছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ