ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

সাকিবদের হুমকি দিয়েছিলেন গম্ভীর


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৭, ১২:২৯ এএম
সাকিবদের হুমকি দিয়েছিলেন গম্ভীর

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জয়রথ ছুটছেই। গতকাল পুনে সুপারজায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীষস্থানে উঠে গেছে গৌতম গম্ভীরের দল। আট ম্যাচে মাত্র দুটিতে হেরেছে কলকাতা। তবে সফলতা এমনিতেই আসেনি কলকাতার। সতীর্থদের রীতিমতো হুমকি দিয়ে দলের সাফল্য এনেছেন গম্ভীর। ভারতের একটি পত্রিকায় লেখা কলামে খোদ গম্ভীরই এমনটা জানিয়েছেন। 

টুর্নামেন্টের শুরুর দিকে ভালোই খেলছিল কলকাতা। তবে ইডেনে গুজরাটের বিপক্ষে ফিল্ডারদের ব্যর্থতায় হেরে বসে কলকাতা। পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে গম্ভীরের দল। মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় কলকাতা।  

এত অল্প রানে অলআউট হওয়ায় সতীর্থদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে মোটেও খুশি ছিলেন না গম্ভীর। বেঙ্গালুরুর ব্যাটিং শুরু হওয়ার আগে সতীর্থদের সঙ্গে মিটিংয়ে বসেন অধিনায়ক। অসন্তুষ্ট থাকলেও গম্ভীর নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলেন। তবে পারছিলেন না।

টিম মিটিং সম্পর্কে গম্ভীর বলেন, ‘সাত বছর কলকাতার অধিনায়কত্ব করছি তবে কখনই এতটা রাগিনি আমি। গুজরাটের বিপক্ষে আগের দিনের হারটা মানতে পারছিলাম না। এরপর বেঙ্গালুরুর বিপক্ষে এক উইকেটে ৬৫ রান থেকে ১৩১ রানে অলআউট হয়ে যাই আমরা। এটা মেনে নেওয়া কষ্টকর ছিল।  আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। বিরতির সময় সবাইকে ডেকে ছোট একটা মিটিং করে নিলাম। সতীর্থদের লড়াই করার জন্য তাগাদা দিলাম। আর এটা বলে হুমকি দিয়েছি, কেউ যদি দল থেকে বাদ পড়ে যায় তাহলে আমার অধিনায়কত্বে এটাই তার শেষ ম্যাচ হবে।’

সেই মিটিংয়ের পর সতীর্থরা তাঁর দিকে বিস্মিতভাবে তাকাচ্ছিল। কারণ গত সাত বছরে কখনই দলের অন্যদের সঙ্গে এভাবে কথা বলেননি তিনি।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ