ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার বানভাসিদের রক্ষায় ব্যর্থ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৫:৫২ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৭, ১১:৫২ এএম
সরকার বানভাসিদের রক্ষায় ব্যর্থ

রংপুর: এবারের ভয়াবহ বন্যায় সরকার বানভাসি মানুষদের রক্ষায় তেমন কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

জাতীয় পার্টি বানভাসি মানুষদের পাশে থেকে সাধ্য মত ত্রাণ দেওয়ার চেষ্টা করছে দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকার বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে পারেনি। ১৯৮৮’র বন্যায় তো এভাবে অনাহারে অর্ধাহারে মানুষ মারা যায়নি। অথচ এবারের বন্যায় উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ মারা গেছে। এটা সরকারের ব্যর্থতা।’ 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাপার অবস্থায় নিয়ে এরশাদ বলেন, ‘এবার আর মহাজোটে নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। এজন্য ৩০০ আসনে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।’ 

ষোড়শ সংশোধনী নিয়ে এরশাদ কোনও মন্তব্য না করলেও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনও মেয়র প্রার্থী দেবে না বলে আশা প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়ী হবে। তবে আশা করছি আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না।’

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রংপুরে আসার পথে সৈয়দপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় মহানগর জাপা সভাপতি মোস্তফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/পিআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন