ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্পর্ক নষ্ট হয় যে ৩ কারণে


গো নিউজ২৪ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৭, ০১:০০ পিএম আপডেট: মে ২৩, ২০১৭, ০৭:০০ এএম
সম্পর্ক নষ্ট হয় যে ৩ কারণে

বৈবাহিক জীবন একদিনের নয়, চিরদিনের। সেই জীবনকে সুন্দর করার জন্য ছোটখাট ভুল কিংবা ঝগড়া এড়িয়ে চলতে হয়। অনেক গভীর সম্পর্ক নষ্ট হতে পারে কিছু ত্রুটির কারণে। টেক্সাসের হাস্টনের সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ জন গ্রে মনে করেন, "যারা সদ্য বিয়ে করেছেন তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।" তিনি প্রায়ই নানা সমস্যা নিয়ে আসা দম্পতিদের কাউন্সেলিং করেন। যারা এসব ভুলগুলো করে তাদের জন্য খুব দ্রুত সংসার জীবনে বিপদ।  আর যেসব ব্যক্তি প্রতিটি বিষয়ের দিকে খেয়াল রাখেন ও মেনে চলার চেষ্টা করেন তাদের জন্য রয়েছে সুখী জীবন!

তার মতে, ৩টি  মারাত্মক ভুল সম্পর্ককে নষ্ট করতে যথেষ্ট।    
১. সঙ্গীর ভুলগুলো ভবিষ্যতের জন্য জমা না রাখা: 
আপনার সঙ্গী যখন কোনো ভুল করলে, সেই ভুলগুলো ভবিষ্যতের জন্য জমা করে রাখার দরকার নেই। অনেকেই ভেবে নেন যে, এখন কিছু বলা যাবে না। সময়মতো ঠিকই বলা হবে। জন বলেন, ভুলের সময়টাতে সঙ্গীকে বরং বোঝাতে হবে, ভুল ধরিয়ে দিয়ে তাকে সচেতন করতে হবে। যে ভুল করছেন, তার মাথায় তখন সঠিক বিষয়টি আসে না। কিন্তু সে সময় ভুল ধরিয়ে না দিয়ে ভবিষ্যতে দোষারোপ করা ঠিক নয়। যা সম্পর্ক নষ্টর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। 

২. বিবাহিত জীবন সম্পর্কে ভুল ধারণা: 
যারা প্রেম করে বিয়ে করেছে, তারা হয়তো ভেবে নেয় যে প্রেমের জীবন আর বিবাহিত জীবন এক। কিন্তু বিয়ে হলো একটি সামাজিক ও আইনগত চুক্তি। বিয়ের আগের জীবন আর বিবাহিত জীবন এক নয়। প্রেমের জীবনে আপনার ওপর চাপ হয়তো কম ছিল। কিন্তু এখন অনেক দিক থেকে চাপ বেড়ে গেছে। আপনি সঙ্গীর সঙ্গে সুখে-দুঃখে সব সময় এক থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বিয়ের পরের জীবনকে আলাদা না ধরে নিলেই বিপদ। নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। জীবনে বিরক্তি আসবে। 

৩. ব্যক্তিগত সমস্যা নিয়ে বাবা-মাকে জড়ানো:
এটি অন্যতম কঠিন সমস্যা বলে মনে করেন জন গ্রে। নিজেদের সমস্যার কথা অভিভাবকদের জানিয়ে দিলে, সেটা আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না। নিজেরাই সমাধান করতে পারলে আলোচনায় বসুন। এতে আত্মীয় স্বজনদের প্রয়োজন নেই। আসলে তাদের কাছ থেকে সমাধান আসে এমন সমস্যার ধরণ ভিন্ন। তাই ব্যক্তিগত সমস্যা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলুন।  সূত্র : হাফিংটন পোস্ট 

গো নিউজ২৪/পিআর

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন