ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচকদের যেভাবে উচিত শিক্ষা দিলেন মুশফিক


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৪:৫০ পিএম আপডেট: মে ২৯, ২০১৭, ১১:৩৭ এএম
সমালোচকদের যেভাবে উচিত শিক্ষা দিলেন মুশফিক

তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডবল। বিপদে টারজানের মতো এগিয়ে এসে দলকে রক্ষা করাই তার কাজ। তার হাত ধরে গুরুত্বপূর্ণ জয় এসেছে বাংলাদেশের। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তিনি। লিখার ধরণ দেখে এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, বলছি বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের কথা।

বিশ্বের এমন কোনো ক্রিকেটার খুঁজে পাওয়া ভার- যার ক্যারিয়ারে অধঃপতন হয়নি। হয়েছে বৈকি! আবার ঘুরে দাঁড়িয়েছেনও তারা।  ক্রিকেটারের ক্যারিয়ারে চড়াই-উৎরাই থাকবেই। ব্যতিক্রম নন মুশফিকুর রহীমও। ভালো খেললে প্রশংসা। খারাপ খেললে তার সমালোচনা শুরু করে দেন সমালোচকরা। তাই মুশফিকও তো জানালেন, খারাপ খেললে তাকে বিঁধতে হয় সমালোচনার তীরে। তবে কেউ সমালোচনা করলে কিছু মনে করেন না টেস্ট অধিনায়ক!

বাংলাদেশে ক্রিকেটে মুশফিকের পরিচয় ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে। টাইগার দলের অন্যতম ভরসার প্রতীক তিনি। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ওই ম্যাচের সেরা খেলোয়াড় তো মুশফিকই। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন হার না মানা ৪৫ রানের মূল্যবান এক ইনিংস।

এটা নিশ্চয়ই ভালো সময় মুশফিকের জন্য। বিদেশের মাটিতে কিউই-বধের নায়ক বনে যাওয়ায় প্রশংসায় ভাসছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। সম্প্রতি এভাবেই হেসে চলেছে মুশফিকের ব্যাট। এটা তো মুদ্রায় এপিঠ। তবে মুদ্রার ওপিঠ দেখলে কী অবস্থা হয়?

শোনা যাক মুশফিকের ভাষায়, ‘দেখুন, প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারেই কিছু ভালো ও খারাপ মুহূর্ত আসে। ঠিক আমারও এসেছে। কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে আমরা যারা বাংলাদেশ দলের হয়ে খেলছি, সবাই দেশের জার্সি গায়ে মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, যখন আমি খারাপ খেলি তখন কেউ সমালোচনা করলে কিছু মনে করি না। আমরা তো ইচ্ছা করে কেউ খারাপ খেলি না।’

ক্যারিয়ারের চড়াই-উৎরাইয়ের সময় অনেক কিছু শেখার আছে। শিখেছেন মুশফিকও। বলেন, ‘খারাপ মুহূর্তে অনেক কিছুই দেখেছি। যা আমাকে ভালো মানুষ বানিয়েছে। বানিয়েছে একজন ভালো ক্রিকেটারও। ইনশাল্লাহ, আশা করছি- প্রতিনিয়তই আমি শিখতে পারছি।’
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ