ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচকদের ভুল প্রমাণ করে কড়া জবাব দিলেন নেইমার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৭, ০৫:০১ পিএম আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১১:০৪ এএম
সমালোচকদের ভুল প্রমাণ করে কড়া জবাব দিলেন নেইমার

পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই নিজের মূল্য বোঝালেন নেইমার। রোববার রাতে ফ্রেঞ্চ লিগে অভিষেক ম্যাচে এক গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করেন। নেইমারের নৈপুণ্যে গেঁগেঁকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে পিএসজি। 

অনুমিতভাবেই ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়ায় নেইমার ভুল করেছেন- এমন কথা শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে। তবে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন ব্রাজিলের নাম্বার টেন।

 ব্রাজিল থেকে ফ্রান্সের দূরত্ব প্রায় সাড়ে ৮ হাজার কিলোমিটার। তবে প্যারিসে নতুন জীবনে ভালোই আছেন বলে জানিয়েছেন নেইমার। ম্যাচ শেষে রোববার সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি অনেক শান্ত আছি। আমি জানতাম, বার্সেলোনা ছাড়াটা কঠিন হবে। কিন্তু আমি এখানে এসে সুখেই আছি।'

এরপর সমালোচকদের ভুল প্রমাণ করে নেইমার বলেন, 'লোকজন মনে করছে বার্সেলোনা ছেড়ে আমি নিজের ক্ষতি করেছি। কিন্তু বাস্তবে হচ্ছে এর বিপরীতটা। আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছি।'

সত্যিই অসাধারণ। পিএসজির হয়ে স্মরণীয় অভিষেকই হলো নেইমারের। ব্রাজিলিয়ান সুপারস্টার এবার জবাব দিলেন সমালোচকদের। নেইমার জানালেন, বার্সা ছেড়ে মরেননি, জীবিত আছেন তিনি!

স্প্যানিশ লা লিগা এবং ফরাসি লিগের প্রতিদ্বন্দ্বিতা বা খেলার ধরনে ভিন্নতা থাকলেও এসব চোখে পড়ছে না নেইমারের, 'আমি খেলতে পেরে আনন্দিত। ফুটবল খেলা তো একই। শুধু দেশ, শহর এবং দলে পরিবর্তন এসেছে।'

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ