ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমাধি সরানোর ষড়যন্ত্র টিকবে না


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৬, ০৩:৫৭ পিএম
সমাধি সরানোর ষড়যন্ত্র টিকবে না

আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের মাজার সরানোর জন্য যে ষড়যন্ত্র করছে তা টিকবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার সিরডাপ মিলনায়তনে ‘ব্যারিস্টার্স ফর চেইঞ্জ’ কর্তৃক আয়োজিত ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িক উগ্রবাদ ও আইনের শাসন বিষয়ক আলোচনা সভা’য় তিনি এ কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘যিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য নিবেদিত ছিলেন, সেই জিয়ার মাজার সরানোর যে ষড়যন্ত্র করছেন তা করতে পারেন। আপনাদের হাতে ক্ষমতা। কিন্তু সেই ষড়যন্ত্র টিকিয়ে রাখতে পারবেন না, ষড়যন্ত্র সফল হবে না। মানুষের মাঝে যে জিয়া আছে তাকে সারা জীবনেও সরানো যাবে না।’

 

দেশে আইনের কোনও শাসন নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমানে আইনের শাসনের নামে মানুষের ওপর নির্যাতন, অত্যাচার, জুলুম চলছে। আইন করা হয়েছে দলের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নয়। এ সরকার নিজেদের ইচ্ছে মত আইন প্রণয়ন করছে। যখনই কোনও আইন তাদের বিপক্ষে যায় তখনই সেটা পরিবর্তন করে।’
আওয়ামী লীগ পুলিশ কলেজে ঢুকে একজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে, আইনশৃঙ্খলা বাহিনী আইনজীবীদের পিটিয়ে হত্যা করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে, বলেও এসময় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল।

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘একসময় যিনি শেখ মুজিবুর রহমানকে হত্যা ও উৎখাতের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি এখন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ কোথায়? তাদের দলে কি তথ্যমন্ত্রী হওয়ার কেউ নেই।’

 

নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমন মন্তব্য করে ফখরুল আরও বলেন, ‘মামলা দিয়ে বেগম খালেদা জিয়া দমিয়ে রাখা যাবে না।’

 

ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।

 

গো নিউজ২৪/জা আ 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন