ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সব খেলাই আমার জন্যে চ্যালেঞ্জ’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০১৬, ০৫:৫১ পিএম
‘সব খেলাই আমার জন্যে চ্যালেঞ্জ’

 

ইংল্যান্ড সিরিজে কঠিন পরীক্ষায় থাকতে হবে সৌম্য সরকারকে। পাখির চোখ দিয়ে তাকে পরখ করবে কোচ এবং নির্বাচকরা।

 

সর্বশেষ জাতীয় দলের হয়ে যে ম্যাচগুলো খেলেছেন তাতে সেরাটা দিতে পারেননি সৌম্য সরকার।সর্বশেষ ১৬ ইনিংসে তার রান ২৫৫। সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। এরপর ঘরোয়া ক্রিকেটে রূপগঞ্জের হয়ে ভালো করতে পারেননি সৌম্য।

 

প্রিমিয়ার লিগের প্রায় প্রতিটি ইনিংসে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতার অভাবে বড় ইনিংস খেলতে পারেননি। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন তা নিজ মুখেই স্বীকার করেছেন। তার বিশ্বাস ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে স্বরূপে ফিরবেন তিনি।

 

এজন্য কন্ডিশনিং ক্যাম্পে কঠোর পরিশ্রমও করছেন। স্কিল অনুশীলন শুরুর পর ব্যাটিংয়ের ভুলগুলো নিয়ে কাজ করবেন বাঁহাতি এ ওপেনার। চ্যালেঞ্জের কথা স্মরণ করে সৌম্য সরকার বলেন,‘সব সময়ই সব খেলা আমার জন্য চ্যালেঞ্জ।  চ্যালেঞ্জ ছাড়া কোনো খেলা থাকে না। নিজের কাছে সবসময়ই চ্যালেঞ্জে থাকি।’

 

দীর্ঘদিন পর খেলার মধ্যে ফিরে কোনো সমস্যা হবে না বিশ্বাস সৌম্য সরকারের। ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবেন তিনি। এজন্য নিজ থেকে পরিকল্পনা সাজাচ্ছেন।

 

এ বিষয়ে সৌম্য বলেছেন, ‘আমার ব্যাক্তিগত পরিকল্পনা তো অবশ্যই আছে। ইংল্যান্ডের বিপক্ষে ভিন্ন ফরম্যাটে খেলা হবে। তাছাড়া অনেক দিন পর পর খেলতে নামবো। এজন্য নতুন নতুন পরিকল্পনা আছে। চেষ্টা করব নিজের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী খেলার।’

 

কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। এরপর স্কিল অনুশীলনে ব্যাট-বল নিয়ে মাঠে নামবেন। দীর্ঘদিনের অনুশীলনে আত্মবিশ্বাস বাড়বে বলেই বিশ্বাস সৌম্যর। তার ভাষ্য, ‘অবশ্যই পরবর্তী খেলায় এ আত্মবিশ্বাস অনেক কাজে দিবে।’

 

গো নিউজ ২৪/ এস কে 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ