ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:১৫ পিএম
সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

বরিশাল: বরিশাল শহরের কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি তরকারির দাম। বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, শিম, গাজরসহ অন্যান্য সবজির দাম। এখন ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে করলা, পটল, ঝিঙা, ধুন্দল, বেগুন ও ঢেঁড়সহ সব সবজিই ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। 

এছাড়া বাজারে শীতের আগাম সবজি হিসেবে এসেছে বাঁধাকপি। তবে এর দাম খুব চড়া। ছোট আকারের প্রতিপিচ বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। সঙ্গত কারণে বলতে হচ্ছে যে, চালের মতোই লাগামহীন হয়ে পড়ছে সবজির বাজার।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বরিশাল শহরের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

একাধিক ব্যবসায়ী গোনিউজকে জানিয়েছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুম শুরু না হলেও শীতের বেশ কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। কিন্তু পাইকারদের কাছ থেকে সব সবজিই অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে। যে কারণে গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

খোঁজখবর নিয়ে জানা গেলো, গত সপ্তাহের তুলনায় মূল্য বাড়ার তালিকার শীর্ষে রয়েছে শীতকালীন সবজি শিম। প্রতি কেজি শিমের মূল্য বেড়ে শুক্রবার বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। তবে গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা। আর কাঁচামরিচের মূল্য কেজিতে বেড়েছে ১২৫ থেকে ১৪০ টাকা। অথচ গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা।

তবে গত সপ্তাগের তুলনায় ঢেঁড়সের মূল্য কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। গাজরের মূল্য কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। শশা গত সপ্তাহের ন্যায় ৩৫ থেকে ৪০ টাকাই পাওয়া যাচ্ছে। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। ঝিঙা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায় ।

এছাড়া গত সপ্তাহের তুলনায় করলা, বেগুন, বরবটি, টমেটোর মূল্য তেমন একটা বৃদ্ধি হয়নি। করলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে বেগুন ও বরবটি। ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। 

আগের সপ্তাহের মতোই এ সপ্তাহে অনেকটা স্থিতিশীল রয়েছে পিঁয়াজ ও রসুন। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা। আর দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

অপরিবর্তীত রয়েছে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। খাসির মাংস ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা এবং সাদা বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা। প্রতিকেজি লাল মুরগির দর ১৮০ থেকে ১৮৫ টাকা।

ওই বাজারে সবজি কিনতে আসা অন্তরা বিশ্বাস বলেন, গত সপ্তাহে এক কেজি শিম কিনেছিলেন ১৩০ টাকায়। কিন্তু সেই শিম শুক্রবার বিক্রি হয়েছে ১৫০ টাকায়। অর্থাৎ এক কেজি শিমে দাম বেড়েছে ২০ টাকা। সেই সাথে কেজিতে ৪ থেকে ৫ টাকা করে বেড়ে পটল, ঝিঙে ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। 

এদিকে চালের বাজারও চড়া। এই বাস্তবতায় নিত্যপণ্যের দাম লাগাহীনভাবে বৃদ্ধি হলে নিু আয়ের মানুষের তিনবেলা আহার সংগ্রহ অনেকটা অনিশ্চিত হয়ে পড়ার ধারণা অনুমেয়।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা