ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সত্য ও ন্যায়ের যে কথা বললেন ইমরান এইচ সরকার


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৫:০৯ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:১৫ এএম
সত্য ও ন্যায়ের যে কথা বললেন ইমরান এইচ সরকার

ঢাকা: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। 

আসামিপক্ষের জামিন শুনানি করেন আইনজীবী প্রকাশ বিশ্বাস ও জীবনানন্দ জয়ন্ত। অন্যদিকে বাদীপক্ষে নোমান হোসাইন তালুকদার ও এ আদালতের পিপি মো. মকবুল হোসেন জামিনের বিরোধিতা করেন।

অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হওয়ায় একই আদালত বুধবার (২০ সেপ্টেম্বর) ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেইসঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ ঠিক করে দেন বিচারক।

এদিকে ইমরান এইচ সরকারকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি গতকাল তার ফেইসবুক পেইজে লিখেছিলেন, বাহ! চালের দাম নিয়ে লেখার পরদিনই আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! মামলা কি রেডিই থাকে নাকি? মামলা করবেন, আদালতে গেলে হামলা করবেন! দেশটা তো আপনাদের মগের মুল্লুক, তাই না? এই দেশে বাইরে থাকার চেয়ে জেলখানাই ভালো। আসেন বাসায়ই আছি, ধরে নিয়ে যান।

অন্যদিকে, আজকে মামলার জামিন পাওয়ার পর তিনি তার ফেইসবুক পেইজে লিখেছেন, হয়রানীমূলক মিথ্যা মামলায় জামিন নিলাম। যতো বাঁধাই আসুক, সত্য ও ন্যায্যতার লড়াই জারি থাকবে।

স্ক্রিন শর্টটি ইমরান এইচ সরকারের ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে নেয়া

উল্লেখ্য, ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে ইমরান এইচ সরকার ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ স্লোগান তোলেন। এ ঘটনায় দণ্ডবিধি ৫০০ ধারার মানহানির অভিযোগে ৩১ মে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তার বিরুদ্ধে মামলা করেন। এছাড়া ঘোষণা দেয়া হয়েছিল, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে (সংস্কৃতিকর্মী) যেখানেই দেখা হবে, সেখানে কুত্তার মতো পেটানো হবে।’

গোনিউজ২৪/পিআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন